শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

নতুন সিনেমা প্রসঙ্গে যা বললেন মম

#
news image

‘আমাদের ভারতীয় উপমহাদেশের সিনেমায় নায়ক, নায়িকা ও ভিলেনভিত্তিক গল্প হয়ে থাকে। কিন্তু এখন বিশ্বচলচ্চিত্রের রঙ বদলে যাচ্ছে। গল্প ও চরিত্রের দিকে হাঁটছে ইন্ডাস্ট্রি। একজন অভিনেতা নিজেকে অভিনয় দিয়ে কতটুকু পর্দা রাঙিয়ে তুলতে পারছেন, সেটাই সিনেমার জন্য বড় বিষয়। তেমন একটি সিনেমা হবে এটি।’-নিজের নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটিতে এবার মমকে দেখা যাবে একজন আর্ট স্কুলের শিক্ষিকার ভূমিকায়। নির্মাতা সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় এতে মমর বিপরীতে অভিনয় করছেন ‘জলের গান’ ব্যান্ডের কনক আদিত্য। তিনি একজন চিত্রকরের চরিত্রে দেখা মিলবে। জানা গেছে, দেশের শিল্পণ্ডসংস্কৃতির পটভূমির ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হচ্ছে। সেপ্টেম্বরের শেষের দিকে দৃশ্যায়ন শুরু হয়েছে খুলনা ও যশোরের বিভিন্ন স্থানে। এরইমধ্যে শুটিংয়ের ৭০ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্মাতা।  কনক আদিত্য বলেন, ‘পরিচালক আমার বন্ধু মানুষ। চারুকলার হলে আমরা একসঙ্গে থাকতাম। একদিন তিনি আমাকে জানালেন তার চলচ্চিত্রে একজন শিল্পী দরকার। আমার মতোই একটি চরিত্র। আমি তো কখনও অভিনয় করিনি। যে কারণে রাজি না হওয়ারই কথা। তিনি বললেন, তেমন কিছু না, একজন আর্টিস্ট যা করে সেটা করলেই হবে। এভাবেই সিনেমাটিতে যুক্ত হয়ে গেলাম।’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, জ্যোতিকা জ্যোতি, শিল্পী সরকার, প্রাণ রায়, দীপান্বিতা হালদার প্রমুখ।

অনলাইন ডেস্ক

২৪ অক্টোবর, ২০২২,  12:16 AM

news image

‘আমাদের ভারতীয় উপমহাদেশের সিনেমায় নায়ক, নায়িকা ও ভিলেনভিত্তিক গল্প হয়ে থাকে। কিন্তু এখন বিশ্বচলচ্চিত্রের রঙ বদলে যাচ্ছে। গল্প ও চরিত্রের দিকে হাঁটছে ইন্ডাস্ট্রি। একজন অভিনেতা নিজেকে অভিনয় দিয়ে কতটুকু পর্দা রাঙিয়ে তুলতে পারছেন, সেটাই সিনেমার জন্য বড় বিষয়। তেমন একটি সিনেমা হবে এটি।’-নিজের নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটিতে এবার মমকে দেখা যাবে একজন আর্ট স্কুলের শিক্ষিকার ভূমিকায়। নির্মাতা সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় এতে মমর বিপরীতে অভিনয় করছেন ‘জলের গান’ ব্যান্ডের কনক আদিত্য। তিনি একজন চিত্রকরের চরিত্রে দেখা মিলবে। জানা গেছে, দেশের শিল্পণ্ডসংস্কৃতির পটভূমির ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হচ্ছে। সেপ্টেম্বরের শেষের দিকে দৃশ্যায়ন শুরু হয়েছে খুলনা ও যশোরের বিভিন্ন স্থানে। এরইমধ্যে শুটিংয়ের ৭০ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্মাতা।  কনক আদিত্য বলেন, ‘পরিচালক আমার বন্ধু মানুষ। চারুকলার হলে আমরা একসঙ্গে থাকতাম। একদিন তিনি আমাকে জানালেন তার চলচ্চিত্রে একজন শিল্পী দরকার। আমার মতোই একটি চরিত্র। আমি তো কখনও অভিনয় করিনি। যে কারণে রাজি না হওয়ারই কথা। তিনি বললেন, তেমন কিছু না, একজন আর্টিস্ট যা করে সেটা করলেই হবে। এভাবেই সিনেমাটিতে যুক্ত হয়ে গেলাম।’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, জ্যোতিকা জ্যোতি, শিল্পী সরকার, প্রাণ রায়, দীপান্বিতা হালদার প্রমুখ।