শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

সর্বকালের সেরা ১০ ভারতীয় সিনেমা

#
news image

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেসকি) ইন্ডিয়া চ্যাপ্টার সর্বকালের সেরা ১০ ভারতীয় সিনেমা নির্বাচন করেছে। ফিপরেসকি ইন্ডিয়ার ৩০ সদস্যের ভোটে নির্বাচিত হয়েছে সিনেমাগুলো। সেরা ১০ ভারতীয় সিনেমার তালিকায় প্রথম স্থানে সত্যজিৎ রায়ের সিনেমা ‘পথের পাঁচালী’ (১৯৫৫) রয়েছে। তালিকায় দুই নম্বরে রয়েছে ঋত্বিক ঘটকের সিনেমা ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০)। মৃণাল সেনের হিন্দি সিনেমা ‘ভূবন সোম’ (১৯৬৯) রয়েছে তিন নম্বরে। এই তিন বাঙালি পরিচালকের সিনেমার পর তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে আদুর গোপালকৃষ্ণণের মালয়ালাম সিনেমা ‘এলিপ্পাথায়াম’ (১৯৮১), গিরীশ কাসারাভাল্লির কন্নড় সিনেমা ‘ঘাটশ্রাদ্ধ’ (১৯৭৭) এবং এমএস সথ্যুর হিন্দি সিনেমা ‘গরম হাওয়া’ (১৯৭৩)। তবে তালিকার সাত নম্বর নামটি আবার সত্যজিৎ রায়ের। ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘চারুলতা’ দিয়ে তালিকার সপ্তম স্থানেও আছে তার নাম। তালিকার অষ্টমে রয়েছে শ্যাম বেনেগালের হিন্দি সিনেমা ‘অঙ্কুর’ (১৯৭৪), নবমে গুরু দত্তের ‘পিয়াসা’ (১৮৫৪) এবং দশমে রমেশ সিপ্পির সিনেমা ‘শোলে’ (১৯৭৫)।

প্রভাতী খবর ডেস্ক

২২ অক্টোবর, ২০২২,  11:10 PM

news image

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেসকি) ইন্ডিয়া চ্যাপ্টার সর্বকালের সেরা ১০ ভারতীয় সিনেমা নির্বাচন করেছে। ফিপরেসকি ইন্ডিয়ার ৩০ সদস্যের ভোটে নির্বাচিত হয়েছে সিনেমাগুলো। সেরা ১০ ভারতীয় সিনেমার তালিকায় প্রথম স্থানে সত্যজিৎ রায়ের সিনেমা ‘পথের পাঁচালী’ (১৯৫৫) রয়েছে। তালিকায় দুই নম্বরে রয়েছে ঋত্বিক ঘটকের সিনেমা ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০)। মৃণাল সেনের হিন্দি সিনেমা ‘ভূবন সোম’ (১৯৬৯) রয়েছে তিন নম্বরে। এই তিন বাঙালি পরিচালকের সিনেমার পর তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে আদুর গোপালকৃষ্ণণের মালয়ালাম সিনেমা ‘এলিপ্পাথায়াম’ (১৯৮১), গিরীশ কাসারাভাল্লির কন্নড় সিনেমা ‘ঘাটশ্রাদ্ধ’ (১৯৭৭) এবং এমএস সথ্যুর হিন্দি সিনেমা ‘গরম হাওয়া’ (১৯৭৩)। তবে তালিকার সাত নম্বর নামটি আবার সত্যজিৎ রায়ের। ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘চারুলতা’ দিয়ে তালিকার সপ্তম স্থানেও আছে তার নাম। তালিকার অষ্টমে রয়েছে শ্যাম বেনেগালের হিন্দি সিনেমা ‘অঙ্কুর’ (১৯৭৪), নবমে গুরু দত্তের ‘পিয়াসা’ (১৮৫৪) এবং দশমে রমেশ সিপ্পির সিনেমা ‘শোলে’ (১৯৭৫)।