শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

‘জুনেই’ বিয়ের পিঁড়িতে নয়নতারা!

#
news image

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেট থেকে দক্ষিণ ভারতের অভিনেত্রী নয়নতারা ও চলচ্চিত্রকার বিগনেশ শিবানের প্রেমের যাত্রা শুরু।  এরপর থেকে প্রায় অর্ধযুগ ধরে চলছে প্রেম। গত বছর তাদের আংটিবদলও হয়েছে। এবার গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি বছরের জুনেই বিয়ে করছেন তারা।

এ বছর বিগনেশ শিবানের নতুন ছবি ‘একে ৬২’ শুরু হওয়ার কথা। এই ছবির শুটিং শুরুর আগেই তারা বিয়েটা সেরে ফেলবেন বলে শোনা যাচ্ছে। এরপর তারা ফিরবেন ছবির শুটিংয়ে।যেকোনো দিন তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করবেন।  এর মধ্যে বিগনেশ ও নয়নতারা বেশ কয়েকটি মন্দিরে পূজা দিয়েছেন বলে জানা গেছে। 

সম্প্রতি নয়তারা ‘কাথুভাকুলা রেনডু কাঢাল’ ছবির কাজ শেষ করেছেন। এটি পরিচালনা করেন বিগনেশ। এ ছবিতে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। আগামী ২৮ এপ্রিল ছবিটি মুক্তির কথা রয়েছ। কয়েক দিন আগে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। 

২০০৩ সালে মালয়ালম ভাষার ‘মনসিনাক্কা’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় নয়নতারার। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। কুড়িয়েছেন অনেক প্রশংসাও।

প্র.খ/বিপ্লব

বিনোদন প্রতিবেদক:

২৭ এপ্রিল, ২০২২,  1:36 AM

news image

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেট থেকে দক্ষিণ ভারতের অভিনেত্রী নয়নতারা ও চলচ্চিত্রকার বিগনেশ শিবানের প্রেমের যাত্রা শুরু।  এরপর থেকে প্রায় অর্ধযুগ ধরে চলছে প্রেম। গত বছর তাদের আংটিবদলও হয়েছে। এবার গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি বছরের জুনেই বিয়ে করছেন তারা।

এ বছর বিগনেশ শিবানের নতুন ছবি ‘একে ৬২’ শুরু হওয়ার কথা। এই ছবির শুটিং শুরুর আগেই তারা বিয়েটা সেরে ফেলবেন বলে শোনা যাচ্ছে। এরপর তারা ফিরবেন ছবির শুটিংয়ে।যেকোনো দিন তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করবেন।  এর মধ্যে বিগনেশ ও নয়নতারা বেশ কয়েকটি মন্দিরে পূজা দিয়েছেন বলে জানা গেছে। 

সম্প্রতি নয়তারা ‘কাথুভাকুলা রেনডু কাঢাল’ ছবির কাজ শেষ করেছেন। এটি পরিচালনা করেন বিগনেশ। এ ছবিতে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। আগামী ২৮ এপ্রিল ছবিটি মুক্তির কথা রয়েছ। কয়েক দিন আগে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। 

২০০৩ সালে মালয়ালম ভাষার ‘মনসিনাক্কা’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় নয়নতারার। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। কুড়িয়েছেন অনেক প্রশংসাও।

প্র.খ/বিপ্লব