শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

‘ক্লাসরুম’ মাতাবেন তাহসান-ঐশী

#
news image

আসছে ২৮ অক্টোবর এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুককেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’-এর ২১ বছর পূর্তি হবে। এই উপলক্ষে গ্রুপের সকল বন্ধু একত্রিত হবে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। সেখানে আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠানেরও।

যাতে গান করবেন দেশের জপপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও ঐশী। দুই তারকা সংগীতশিল্পীর মন মাতানো সব গানে মাতবে ক্লাসরুমের দুষ্ট ছেলে ও মিষ্টি মেয়েরা। তারা ছাড়াও ক্লাসরুম বন্ধু রাফায়েল মুরসালিনের পারফরমেন্স, ডিজেসহ দিনভর আনন্দে ও গানে উৎসবমুখর সময় কাটাবে গ্রুপের সদস্য ও আগতরা।

ক্লাসরুম কর্তৃপক্ষ জানায়, ‘গত বছর নগরবাউল জেমস ক্লাসরুম মাতায় জনপ্রিয় সব গান নিয়ে। সেটি ছিল ইতিহাস! এবারও ক্লাসরুম মাতাবেন তাহসান ও ঐশী। যাদের গানে বুঁদ হয়ে যায় দেশের সবাই। এই ২১ বছর পূতিতে সব বন্ধুকে একত্রিত করতেই ফের আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে হবে খাওয়া-দাওয়া, আনন্দ, গানে মাতামাতি আর আড্ডা।’

এ আয়োজন প্রসঙ্গে গায়ক তাহসান বলেন, ‘দেখা হবে ২৮ অক্টোবরে। প্রিয় সব গান হবে। আশা করছি, উপভোগ্য একটি অনুষ্ঠান হবে।’

গায়িকা ঐশী বলেন, ‘আমি বরাবরই এমন ধরণের আয়োজন পছন্দ করি। যেখানে গানের সঙ্গে প্রিয় বন্ধুদের আড্ডা-দারুণ বিষয়! আশা করছি, সেদিন দেখা হবে ক্লাসরুমের দুষ্টু পোলাপানের সঙ্গে।’

উল্লেখ্য, অনুষ্ঠানে তাহসান-ঐশীর পরিবেশনা শুরু হবে বিকাল ৩টায়।

অনলাইন ডেস্ক

০৩ অক্টোবর, ২০২২,  11:16 PM

news image

আসছে ২৮ অক্টোবর এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুককেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’-এর ২১ বছর পূর্তি হবে। এই উপলক্ষে গ্রুপের সকল বন্ধু একত্রিত হবে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। সেখানে আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠানেরও।

যাতে গান করবেন দেশের জপপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও ঐশী। দুই তারকা সংগীতশিল্পীর মন মাতানো সব গানে মাতবে ক্লাসরুমের দুষ্ট ছেলে ও মিষ্টি মেয়েরা। তারা ছাড়াও ক্লাসরুম বন্ধু রাফায়েল মুরসালিনের পারফরমেন্স, ডিজেসহ দিনভর আনন্দে ও গানে উৎসবমুখর সময় কাটাবে গ্রুপের সদস্য ও আগতরা।

ক্লাসরুম কর্তৃপক্ষ জানায়, ‘গত বছর নগরবাউল জেমস ক্লাসরুম মাতায় জনপ্রিয় সব গান নিয়ে। সেটি ছিল ইতিহাস! এবারও ক্লাসরুম মাতাবেন তাহসান ও ঐশী। যাদের গানে বুঁদ হয়ে যায় দেশের সবাই। এই ২১ বছর পূতিতে সব বন্ধুকে একত্রিত করতেই ফের আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে হবে খাওয়া-দাওয়া, আনন্দ, গানে মাতামাতি আর আড্ডা।’

এ আয়োজন প্রসঙ্গে গায়ক তাহসান বলেন, ‘দেখা হবে ২৮ অক্টোবরে। প্রিয় সব গান হবে। আশা করছি, উপভোগ্য একটি অনুষ্ঠান হবে।’

গায়িকা ঐশী বলেন, ‘আমি বরাবরই এমন ধরণের আয়োজন পছন্দ করি। যেখানে গানের সঙ্গে প্রিয় বন্ধুদের আড্ডা-দারুণ বিষয়! আশা করছি, সেদিন দেখা হবে ক্লাসরুমের দুষ্টু পোলাপানের সঙ্গে।’

উল্লেখ্য, অনুষ্ঠানে তাহসান-ঐশীর পরিবেশনা শুরু হবে বিকাল ৩টায়।