শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

মায়ের সিনেমার সেটে কেমন লেগেছে ঐশ্বরিয়া কন্যার?

#
news image

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তার পরবর্তী সিনেমা ‘পন্নিয়িন সেলবান’। কয়েকদিন পরেই মুক্তি পাবে এর প্রথম অংশ।

বর্তমানে এটির প্রচার নিয়ে ব্যস্ত এই নায়িকা। এরই ধারবাহিকতায় শনিবার (২৪ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। এতে সিনেমার শুটিং সেটে তার মেয়ে আরাধ্যর অভিনেজ্ঞতা নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী।

ঐশ্বরিয়া রাই বচ্চন বলেন, ‘আরাধ্যকে দেখে মনে হয়েছে, সে কোনো রূপকথার জগতে চলে এসেছে! তার এতটাই ভালো লেগেছে। মুগ্ধ হয়ে শুটিং দেখছিল। যদিও পুরো সিনেমা সে এখনো দেখেনি। সহকর্মীদের অনেকেরই বাচ্চা রয়েছে। এ ধরনের রাজা-রানির গল্প, ঐতিহাসিক সিনেমা দেখতে বাচ্চারা খুব ভালোবাসে। বাচ্চারা একে একে এসে সেটে ঘুরে গেছে। আরাধ্যও বায়না ধরেছিল। সেট দেখার পর তার চোখে মুখে মুগ্ধতা ও উচ্ছ্বাস ছিল।’

‘পন্নিয়িন সেলবান’ সিনেমা পরিচালনা করেছেন মণি রত্নম। এতে ঐশ্বরিয়া রাই বচ্চন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিয়ান বিক্রম, জায়াম রবি, কার্তি, তৃষা কৃষ্ণান, শোভিতা ধূলিপালার মতো একঝাঁক তারকা।

সিনেমাটি তৈরি হচ্ছে তামিল ভাষায় প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস ‘পন্নিয়িন সেলবান’ অবলম্বনে। এটি লিখেছেন কল্কি কৃষ্ণমূর্তি। চোলা সাম্রাজ্যের রাজা অরুলমোজি বর্মণের জীবনী নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে। ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে। সিনেমাটির বাজেট ৫০০ কোটি রুপি। আগামী ৩০ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় এটি মুক্তি পাবে।

অনলাইন ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২২,  10:29 PM

news image

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তার পরবর্তী সিনেমা ‘পন্নিয়িন সেলবান’। কয়েকদিন পরেই মুক্তি পাবে এর প্রথম অংশ।

বর্তমানে এটির প্রচার নিয়ে ব্যস্ত এই নায়িকা। এরই ধারবাহিকতায় শনিবার (২৪ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। এতে সিনেমার শুটিং সেটে তার মেয়ে আরাধ্যর অভিনেজ্ঞতা নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী।

ঐশ্বরিয়া রাই বচ্চন বলেন, ‘আরাধ্যকে দেখে মনে হয়েছে, সে কোনো রূপকথার জগতে চলে এসেছে! তার এতটাই ভালো লেগেছে। মুগ্ধ হয়ে শুটিং দেখছিল। যদিও পুরো সিনেমা সে এখনো দেখেনি। সহকর্মীদের অনেকেরই বাচ্চা রয়েছে। এ ধরনের রাজা-রানির গল্প, ঐতিহাসিক সিনেমা দেখতে বাচ্চারা খুব ভালোবাসে। বাচ্চারা একে একে এসে সেটে ঘুরে গেছে। আরাধ্যও বায়না ধরেছিল। সেট দেখার পর তার চোখে মুখে মুগ্ধতা ও উচ্ছ্বাস ছিল।’

‘পন্নিয়িন সেলবান’ সিনেমা পরিচালনা করেছেন মণি রত্নম। এতে ঐশ্বরিয়া রাই বচ্চন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিয়ান বিক্রম, জায়াম রবি, কার্তি, তৃষা কৃষ্ণান, শোভিতা ধূলিপালার মতো একঝাঁক তারকা।

সিনেমাটি তৈরি হচ্ছে তামিল ভাষায় প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস ‘পন্নিয়িন সেলবান’ অবলম্বনে। এটি লিখেছেন কল্কি কৃষ্ণমূর্তি। চোলা সাম্রাজ্যের রাজা অরুলমোজি বর্মণের জীবনী নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে। ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে। সিনেমাটির বাজেট ৫০০ কোটি রুপি। আগামী ৩০ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় এটি মুক্তি পাবে।