দূষণমুক্ত পৃথিবীর অঙ্গিকার নিয়ে বিশ্বব্যপী পালিত হচ্ছে “ধরিত্রী দিবস-২০২২”

প্রভাতী খবর ডেস্ক:
২২ এপ্রিল, ২০২২, 10:19 PM

দূষণমুক্ত পৃথিবীর অঙ্গিকার নিয়ে বিশ্বব্যপী পালিত হচ্ছে “ধরিত্রী দিবস-২০২২”
আজ এপ্রিল ২২, পৃথবীকে দূষণমুক্ত করে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ধরিত্রী দিবস। পরিবেশ দূষণের জেরে বিশ্ব উষ্ণায়ন পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
পৃথিবীব্যাপী পরিবেশ দূষণ বেড়েই চলেছে। পরিবেশ দূষণের ফলে বিশ্ব উষ্ণায়ন পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ক্রমাগত। এই মারাত্মক ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষায় বিশ্বের সকল মানুষের সচেতনতার বিকল্প নেই। মানুষ সচেতন না হলে একদিন পৃথিবী ধ্বংস হতে পারে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। পরিবেশকে তাই দূষণের হাত থেকে বাঁচাতে নানান পদক্ষেপ নিচ্ছেন পরিবেশবিদ থেকে শুরু করে পরিবেশকর্মী ও বিভিন্ন দেশের সরকার ও পরিবেশ সংগঠনসমূহ। মানুষকে আরও সচেতন করে তুলতেই পালিত হয় ধরিত্রী দিবস।
ধরিত্রী দিবস প্রথম পালিত হয় ২২ এপ্রিল, ১৯৭০ সালে। সেই বছরই পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে পথে নেমেছিলেন ২০ মিলিয়ন মানুষ। বিশ্বকে দুষণ মুক্ত করে তুলতেই এই প্রতিবাদে নেমেছিল আমেরিকার মানুষ। আজও এই দিনটি পলিত হয়ে আসছে, পৃথিবীকে দূষণমুক্ত করতে। জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিবছর এইদিনে বিশ্বের ১৯৩টি দেশে দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৭০ সালে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন দিবসটির প্রচলন করেন। এ কারণে পরবর্তীকালে তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়।
পৃথিবীকে নিরাপদ ও বাসযোগ্য রাখতে জলবায়ু সংকট এবং পরিবেশ দূষণরোধে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে সারাবিশ্বের পরিবেশ সচেতন মানুষ আজ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে। দিবসটির মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট সার্চইঞ্জিন গুগোল তাদের প্রচ্ছদে ”ধরিত্রী দিবস”-কে ডুডোল করেছে।
এদিকে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটি ‘পৃথিবীকে রক্ষা করতে বাস্তুসংস্থানসমূহ নিরাপদ করি’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। আজ বিকেল ৪টায় সিরডাপ মিলনায়তনের সেমিনার হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন পরিবেশবিজ্ঞানী ড. আতিক রহমান।
সেমিনারে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। স্বাগত বক্তব্য রাখবেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
প্র.খ/বিপ্লব
প্রভাতী খবর ডেস্ক:
২২ এপ্রিল, ২০২২, 10:19 PM

আজ এপ্রিল ২২, পৃথবীকে দূষণমুক্ত করে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ধরিত্রী দিবস। পরিবেশ দূষণের জেরে বিশ্ব উষ্ণায়ন পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
পৃথিবীব্যাপী পরিবেশ দূষণ বেড়েই চলেছে। পরিবেশ দূষণের ফলে বিশ্ব উষ্ণায়ন পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ক্রমাগত। এই মারাত্মক ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষায় বিশ্বের সকল মানুষের সচেতনতার বিকল্প নেই। মানুষ সচেতন না হলে একদিন পৃথিবী ধ্বংস হতে পারে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। পরিবেশকে তাই দূষণের হাত থেকে বাঁচাতে নানান পদক্ষেপ নিচ্ছেন পরিবেশবিদ থেকে শুরু করে পরিবেশকর্মী ও বিভিন্ন দেশের সরকার ও পরিবেশ সংগঠনসমূহ। মানুষকে আরও সচেতন করে তুলতেই পালিত হয় ধরিত্রী দিবস।
ধরিত্রী দিবস প্রথম পালিত হয় ২২ এপ্রিল, ১৯৭০ সালে। সেই বছরই পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে পথে নেমেছিলেন ২০ মিলিয়ন মানুষ। বিশ্বকে দুষণ মুক্ত করে তুলতেই এই প্রতিবাদে নেমেছিল আমেরিকার মানুষ। আজও এই দিনটি পলিত হয়ে আসছে, পৃথিবীকে দূষণমুক্ত করতে। জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিবছর এইদিনে বিশ্বের ১৯৩টি দেশে দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৭০ সালে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন দিবসটির প্রচলন করেন। এ কারণে পরবর্তীকালে তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়।
পৃথিবীকে নিরাপদ ও বাসযোগ্য রাখতে জলবায়ু সংকট এবং পরিবেশ দূষণরোধে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে সারাবিশ্বের পরিবেশ সচেতন মানুষ আজ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে। দিবসটির মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট সার্চইঞ্জিন গুগোল তাদের প্রচ্ছদে ”ধরিত্রী দিবস”-কে ডুডোল করেছে।
এদিকে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটি ‘পৃথিবীকে রক্ষা করতে বাস্তুসংস্থানসমূহ নিরাপদ করি’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। আজ বিকেল ৪টায় সিরডাপ মিলনায়তনের সেমিনার হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন পরিবেশবিজ্ঞানী ড. আতিক রহমান।
সেমিনারে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। স্বাগত বক্তব্য রাখবেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
প্র.খ/বিপ্লব