শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

জীবনটা ক্যামেরার মতো: জয়া আহসান

#
news image

অভিনয়ে তিনি জয় করেছেন দুই বাংলা। দেশে যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন, ভারতে পেয়েছেন ফিল্মফেয়ার। সৌন্দর্যেও ছাপিয়ে যান সমসাময়িক সবাইকে। বয়সের সংখ্যাকে মুঠোবন্দি করে রূপের জাদু দেখিয়ে চলেছেন অনবরত। তিনি জয়া আহসান।

সিনে ব্যস্ততার বাইরে সোশ্যাল মিডিয়ায় থাকে জয়ার সরব উপস্থিতি। প্রায়শই নতুন নতুন ছবি শেয়ার করেন। কখনো কখনো ছড়িয়ে দেন শরীরী আবেদনে ভরা খোলামেলা ছবি। আর তা দেখে মুহূর্তেই ঝড় ওঠে ভক্তদের মনে।

বুধবার (১০ আগস্ট) একটি ক্যামেরা শেলফের সামনে দাঁড়িয়ে তোলা ছবি আপলোড করেছেন জয়া। তার পরনে রয়েছে সবুজ টপ ও সাদার ওপর সবুজ প্রিন্টের প্যান্ট। কাঁধে ঝুলছে বাক্সের মতো লাল রঙের একটি ব্যাগ।

ছবিটির ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘জীবনটা ক্যামেরার মতো; যেটা গুরুত্বপূর্ণ, সেটার ওপর ফোকাস করো, ভালো সময়টা ধারণ করো, নেতিবাচকতা থেকে উন্নতি করো। এবং যদি বিষয়টা কাজ না করে, তাহলে আরেকটা শট নাও।’

কথাগুলো অবশ্য জয়ার নয়। ইন্টারনেটে এই উক্তিটি বহুল প্রচলিত। একটি সাইটের তথ্য অনুসারে, কথাটি বলেছেন মার্কিন লেখক ও উদ্যোক্তা জিয়াদ আব্দেলনুর।

প্রসঙ্গত, জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে ‘ঝরা পালক’ নামের একটি সিনেমায়। গত ২৪ জুন এটি মুক্তি পায় পশ্চিমবঙ্গে। সিনেমাটি নির্মিত হয় কবি জীবনানন্দ দাশের জীবনের ঘটনা অবলম্বনে।

প্রভাতী খবর ডেস্ক

১০ আগস্ট, ২০২২,  10:34 PM

news image

অভিনয়ে তিনি জয় করেছেন দুই বাংলা। দেশে যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন, ভারতে পেয়েছেন ফিল্মফেয়ার। সৌন্দর্যেও ছাপিয়ে যান সমসাময়িক সবাইকে। বয়সের সংখ্যাকে মুঠোবন্দি করে রূপের জাদু দেখিয়ে চলেছেন অনবরত। তিনি জয়া আহসান।

সিনে ব্যস্ততার বাইরে সোশ্যাল মিডিয়ায় থাকে জয়ার সরব উপস্থিতি। প্রায়শই নতুন নতুন ছবি শেয়ার করেন। কখনো কখনো ছড়িয়ে দেন শরীরী আবেদনে ভরা খোলামেলা ছবি। আর তা দেখে মুহূর্তেই ঝড় ওঠে ভক্তদের মনে।

বুধবার (১০ আগস্ট) একটি ক্যামেরা শেলফের সামনে দাঁড়িয়ে তোলা ছবি আপলোড করেছেন জয়া। তার পরনে রয়েছে সবুজ টপ ও সাদার ওপর সবুজ প্রিন্টের প্যান্ট। কাঁধে ঝুলছে বাক্সের মতো লাল রঙের একটি ব্যাগ।

ছবিটির ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘জীবনটা ক্যামেরার মতো; যেটা গুরুত্বপূর্ণ, সেটার ওপর ফোকাস করো, ভালো সময়টা ধারণ করো, নেতিবাচকতা থেকে উন্নতি করো। এবং যদি বিষয়টা কাজ না করে, তাহলে আরেকটা শট নাও।’

কথাগুলো অবশ্য জয়ার নয়। ইন্টারনেটে এই উক্তিটি বহুল প্রচলিত। একটি সাইটের তথ্য অনুসারে, কথাটি বলেছেন মার্কিন লেখক ও উদ্যোক্তা জিয়াদ আব্দেলনুর।

প্রসঙ্গত, জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে ‘ঝরা পালক’ নামের একটি সিনেমায়। গত ২৪ জুন এটি মুক্তি পায় পশ্চিমবঙ্গে। সিনেমাটি নির্মিত হয় কবি জীবনানন্দ দাশের জীবনের ঘটনা অবলম্বনে।