দ্বন্দ্ব পেরিয়ে গাদার ৩-এ ফিরছেন আমিশা প্যাটেল

#
news image

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি গাদার আবারও বড়পর্দায় আসতে চলেছে নতুন কিস্তি নিয়ে। দুই বছর আগে মুক্তি পাওয়া গাদার ২ চলাকালীন অভিনেত্রী আমিশা প্যাটেল ও পরিচালক অনিল শর্মার মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। সেই সময় আমিশা অভিযোগ করেছিলেন, তাঁকে না জানিয়েই ছবির ক্লাইম্যাক্সে পরিবর্তন আনা হয়েছিল। এমনকি শুটিংয়ের গুরুত্বপূর্ণ অংশেও তাকে অন্তর্ভুক্ত করা হয়নি।

অভিনেত্রীর দাবি ছিল, ছবিতে তার চরিত্র শাকিনার ভূমিকা আরও উল্লেখযোগ্য হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করা হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, গাদার ৩-এ আর অংশ নেবেন না। তবে সময়ের সঙ্গে বদলে গেছে সেই পরিস্থিতি।

মণীশ পালের পডকাস্টে আমিশা প্রকাশ করেছিলেন তার অসন্তোষের কথা। যদিও পরবর্তীতে পরিচালক অনিল শর্মা স্পষ্ট করে জানান, আমিশার অভিযোগ খানিকটা আবেগপ্রসূত এবং খামখেয়ালি ছিল। তিনি বলেন, “আমার সঙ্গে আমিশার সম্পর্ক এখন দারুণ। সময়ের সঙ্গে সবকিছু ঠিক হয়ে যায়। তারা ও শাকিনা, দুজনই গাদার-এর অবিচ্ছেদ্য অংশ। তাদের বাদ দিয়ে গাদার ৩ কল্পনা করা যায় না।”

সম্প্রতি খবর এসেছে, গাদার ৩-এর চিত্রনাট্য লেখা শেষ হয়েছে এবং মুক্তির তারিখও শিগগিরই ঘোষণা করা হবে। এই খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের উচ্ছ্বাস দ্বিগুণ হয়েছে। কারণ গাদার সিরিজে সানি দেওল ও আমিশা প্যাটেলের জুটিই ছিল দর্শকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ।

ফলে ধারণা করা হচ্ছে, গাদার ৩ কেবল গল্পের ধারাবাহিকতাই নয়, বরং পুরনো জনপ্রিয় জুটির উপস্থিতির কারণে আরও বেশি দর্শক টানবে সিনেমা হলে।

নাগরিক সংবাদ বিনোদন

২০ আগস্ট, ২০২৫,  11:32 PM

news image

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি গাদার আবারও বড়পর্দায় আসতে চলেছে নতুন কিস্তি নিয়ে। দুই বছর আগে মুক্তি পাওয়া গাদার ২ চলাকালীন অভিনেত্রী আমিশা প্যাটেল ও পরিচালক অনিল শর্মার মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। সেই সময় আমিশা অভিযোগ করেছিলেন, তাঁকে না জানিয়েই ছবির ক্লাইম্যাক্সে পরিবর্তন আনা হয়েছিল। এমনকি শুটিংয়ের গুরুত্বপূর্ণ অংশেও তাকে অন্তর্ভুক্ত করা হয়নি।

অভিনেত্রীর দাবি ছিল, ছবিতে তার চরিত্র শাকিনার ভূমিকা আরও উল্লেখযোগ্য হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করা হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, গাদার ৩-এ আর অংশ নেবেন না। তবে সময়ের সঙ্গে বদলে গেছে সেই পরিস্থিতি।

মণীশ পালের পডকাস্টে আমিশা প্রকাশ করেছিলেন তার অসন্তোষের কথা। যদিও পরবর্তীতে পরিচালক অনিল শর্মা স্পষ্ট করে জানান, আমিশার অভিযোগ খানিকটা আবেগপ্রসূত এবং খামখেয়ালি ছিল। তিনি বলেন, “আমার সঙ্গে আমিশার সম্পর্ক এখন দারুণ। সময়ের সঙ্গে সবকিছু ঠিক হয়ে যায়। তারা ও শাকিনা, দুজনই গাদার-এর অবিচ্ছেদ্য অংশ। তাদের বাদ দিয়ে গাদার ৩ কল্পনা করা যায় না।”

সম্প্রতি খবর এসেছে, গাদার ৩-এর চিত্রনাট্য লেখা শেষ হয়েছে এবং মুক্তির তারিখও শিগগিরই ঘোষণা করা হবে। এই খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের উচ্ছ্বাস দ্বিগুণ হয়েছে। কারণ গাদার সিরিজে সানি দেওল ও আমিশা প্যাটেলের জুটিই ছিল দর্শকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ।

ফলে ধারণা করা হচ্ছে, গাদার ৩ কেবল গল্পের ধারাবাহিকতাই নয়, বরং পুরনো জনপ্রিয় জুটির উপস্থিতির কারণে আরও বেশি দর্শক টানবে সিনেমা হলে।