শিরোনামঃ
 কোচ হ্যান্সি ফ্লিক দুই ম্যাচ নিষিদ্ধ, আপিল করবে বার্সেলোনা বীর মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়ছেন ২ হাজার ১১১ জন বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের  একযোগে ১২ জেলার এসপিকে বদলি মালিবুর দাবানলে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়েছে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতির আমন্ত্রণ আড়াই মাসে সংখ্যালঘুদের ওপর হামলায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০ ‘পুষ্পা ২’ দেখে জিতের মন্তব্য, জবাব দিলেন আল্লু অর্জুন  আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে: সংস্কার কমিশন

 দেশে দেশে অস্থিরতা, আঘাত পড়েছে অর্থনীতিতে

#
news image

বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার উত্তরাঞ্চলের দেশগুলোতে সন্ত্রাসবাদ, দ্বন্দ্ব এবং শাসকদের অপসারণের মতো ঘটনা বেড়েছে। এ অস্থিরতার ফলে আঘাত পড়েছে অর্থনীতিতে। হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। ক্রয় ক্ষমতা হারিয়েছে সাধারণ মানুষ। 

সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের পতনের পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম।সোমবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৬ সেন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১.৪৮ ডলারে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫৫ শতাংশ বেড়ে অবস্থান করছে ৬৭.৫৭ ডলারে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ মি. বার্নিয়েরকে নিয়োগ দেওয়ার মাত্র তিন মাস পর তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে। কারণ সংসদ সদস্যরা তার বিরুদ্ধে বিপুল ভোট দিয়েছেন। তার বিরুদ্ধে ভোট দেওয়ার এই প্রস্তাব প্রতিপক্ষ দলগুলো এনেছিলো। কারণ মি. বার্নিয়ের বিতর্কিতভাবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে সংসদে বিনা ভোটে বাজেট পাশ করিয়েছিলেন।

ফ্রান্সের ইতিহাসে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৬২ সালে। কয়েক দশক পরে দেশটিতে ফের এই পরিস্থিতি তৈরি হলো।

একের পর এক রাজ্য নির্বাচনে শোচনীয় ফলাফলের জের ধরে জার্মানির জোট সরকারের শরিক সবুজ দলের নেতৃত্ব পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে জোটের অন্য দলের মধ্যেও অস্থিরতা বাড়ায় সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। 

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বে জার্মানির তিন দলের জোট সরকার প্রায় তিন বছর পূর্ণ করেছে। একের পর এক সংকট, জোটসঙ্গীদের মধ্যে প্রকাশ্যে কোন্দল, ভোটারদের অনীহার মতো কারণে সরকার আরো এক বছর টিকে থাকতে পারবে কি না, সেই প্রশ্ন বারবার উঠছে। পর পর তিনটি রাজ্য নির্বাচনে খারাপ ফলাফলের দায় নিয়ে সরকারের শরিক সবুজ দলের নেতৃত্ব যৌথভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। দলের যুব শাখার নেতৃত্ব আরো এক ধাপ এগিয়ে পদত্যাগের পাশাপাশি দলত্যাগেরও সিদ্ধান্ত নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টে ইউন সুক ইয়ুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির আইন মন্ত্রণালয়। স্থানীয় সংবাদমাধ্যম ডং-আ লিবোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এক কর্মকর্তার বরাতে পত্রিকাটি জানায়, ‘প্রেসিডেন্ট ইউয়ন সুক ইয়ুলের বিরুদ্ধে ৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টা থেকে নিষেধাজ্ঞা কাযকর হবে। দক্ষিণ কোরিয়ায় বর্তমান কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞার ঘটনা এবারই প্রথম।এর আগে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থার পক্ষ থেকেও এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিপ্লবের অভিযোগ আনা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে রাষ্ট্রদোহে মামলা চালানোর সুযোগ আছে। 

পার্লামেন্টে ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। মঙ্গলবার (১২ নভেম্বর) তিনি ক্ষমা চেয়েছেন বলে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নিউজিল্যান্ডের পার্লামেন্ট কানায় কানায় ভর্তি ছিল। গ্যালারিতে বসেছিলেন অসংখ্য সাধারণ মানুষ।

যাদের অনেকেই দীর্ঘদিন ধরে অভিযোগ করেছেন, আশ্রয়হীন হয়ে অথবা মানসিক সহায়তার প্রয়োজনে রাষ্ট্র বা চার্চের কাছে সাহায্য চাইতে গিয়ে তারা হেনস্থার শিকার হয়েছেন। তাদের উপর অত্যাচার হয়েছে।

নিউজিল্যান্ডের সরকার এই অভিযোগ নিয়ে একটি কমিশন গঠন করেছিল। কমিশনের রিপোর্টে ভয়াবহ তথ্য উঠে এসেছে। বলা হয়েছে, প্রতি তিনজনের মধ্যে একজন অত্যাচার বা হেনস্থার শিকার হয়েছেন। এরপরেই পার্লামেন্টে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন নিজের এবং সাবেক সরকারের তরফ থেকে ক্ষমা প্রার্থনা করেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। হুমকির বার্তায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সংশ্লিষ্টতার কথা উল্লেখ আছে বলে জানিয়েছে তারা।মুম্বাই পুলিশের ভাষ্যমতে, মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির বার্তাটি পাঠানো হয়। বার্তাটি রাজস্থান রাজ্যের আজমির শরিফ থেকে এসেছে। কে বার্তাটি পাঠিয়েছেন, তা শনাক্ত করতে সেখানে একটি দল পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় একটি এফআইআর দায়ের করেছে পুলিশ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশজুড়ে অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছেন। পাশাপাশি দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের আগামী সপ্তাহে সমাবেশ করার নির্দেশ দিয়েছেন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা প্রধান। রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা এবং এতে প্রাণহানির ঘটনার কয়েক দিন পরই এমন হুমকি দিলেন ইমরান খান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইমরান খান ১৩ ডিসেম্বর পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে দলের সমাবেশে যোগ দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। পেশোয়ার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী। এই প্রদেশে এখন পিটিআই ক্ষমতায়।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর পশ্চিমা বিশ্বের একাধিক দেশ তাকে গ্রেপ্তারে অঙ্গীকারবদ্ধ হয়েছে। নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের কমান্ডার ইব্রাহিম আল মারসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কারণে ইউরোপে অস্থিরতা বাড়ছে। ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাত এখন একটি আঞ্চলিক যুদ্ধ থেকে বৈশ্বিক সংঘাতে পরিণত হওয়ার পথে রয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া পাল্টা আঘাত করতে প্রস্তুত।

পুতিন বলেছেন, রাশিয়া ইতোমধ্যে একটি নতুন ধরনের মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। ভবিষ্যতে আরও এমন আক্রমণ হতে পারে। তবে তিনি জানান, এসব আঘাতের আগে বেসামরিক জনগণকে সতর্ক করা হবে।

নাগরিক অনলাইন ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৪,  12:45 AM

news image

বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার উত্তরাঞ্চলের দেশগুলোতে সন্ত্রাসবাদ, দ্বন্দ্ব এবং শাসকদের অপসারণের মতো ঘটনা বেড়েছে। এ অস্থিরতার ফলে আঘাত পড়েছে অর্থনীতিতে। হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। ক্রয় ক্ষমতা হারিয়েছে সাধারণ মানুষ। 

সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের পতনের পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম।সোমবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৬ সেন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১.৪৮ ডলারে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫৫ শতাংশ বেড়ে অবস্থান করছে ৬৭.৫৭ ডলারে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ মি. বার্নিয়েরকে নিয়োগ দেওয়ার মাত্র তিন মাস পর তাকে এই পদ থেকে সরে যেতে হচ্ছে। কারণ সংসদ সদস্যরা তার বিরুদ্ধে বিপুল ভোট দিয়েছেন। তার বিরুদ্ধে ভোট দেওয়ার এই প্রস্তাব প্রতিপক্ষ দলগুলো এনেছিলো। কারণ মি. বার্নিয়ের বিতর্কিতভাবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে সংসদে বিনা ভোটে বাজেট পাশ করিয়েছিলেন।

ফ্রান্সের ইতিহাসে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৬২ সালে। কয়েক দশক পরে দেশটিতে ফের এই পরিস্থিতি তৈরি হলো।

একের পর এক রাজ্য নির্বাচনে শোচনীয় ফলাফলের জের ধরে জার্মানির জোট সরকারের শরিক সবুজ দলের নেতৃত্ব পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে জোটের অন্য দলের মধ্যেও অস্থিরতা বাড়ায় সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। 

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বে জার্মানির তিন দলের জোট সরকার প্রায় তিন বছর পূর্ণ করেছে। একের পর এক সংকট, জোটসঙ্গীদের মধ্যে প্রকাশ্যে কোন্দল, ভোটারদের অনীহার মতো কারণে সরকার আরো এক বছর টিকে থাকতে পারবে কি না, সেই প্রশ্ন বারবার উঠছে। পর পর তিনটি রাজ্য নির্বাচনে খারাপ ফলাফলের দায় নিয়ে সরকারের শরিক সবুজ দলের নেতৃত্ব যৌথভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। দলের যুব শাখার নেতৃত্ব আরো এক ধাপ এগিয়ে পদত্যাগের পাশাপাশি দলত্যাগেরও সিদ্ধান্ত নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টে ইউন সুক ইয়ুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির আইন মন্ত্রণালয়। স্থানীয় সংবাদমাধ্যম ডং-আ লিবোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এক কর্মকর্তার বরাতে পত্রিকাটি জানায়, ‘প্রেসিডেন্ট ইউয়ন সুক ইয়ুলের বিরুদ্ধে ৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টা থেকে নিষেধাজ্ঞা কাযকর হবে। দক্ষিণ কোরিয়ায় বর্তমান কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞার ঘটনা এবারই প্রথম।এর আগে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থার পক্ষ থেকেও এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিপ্লবের অভিযোগ আনা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে রাষ্ট্রদোহে মামলা চালানোর সুযোগ আছে। 

পার্লামেন্টে ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। মঙ্গলবার (১২ নভেম্বর) তিনি ক্ষমা চেয়েছেন বলে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নিউজিল্যান্ডের পার্লামেন্ট কানায় কানায় ভর্তি ছিল। গ্যালারিতে বসেছিলেন অসংখ্য সাধারণ মানুষ।

যাদের অনেকেই দীর্ঘদিন ধরে অভিযোগ করেছেন, আশ্রয়হীন হয়ে অথবা মানসিক সহায়তার প্রয়োজনে রাষ্ট্র বা চার্চের কাছে সাহায্য চাইতে গিয়ে তারা হেনস্থার শিকার হয়েছেন। তাদের উপর অত্যাচার হয়েছে।

নিউজিল্যান্ডের সরকার এই অভিযোগ নিয়ে একটি কমিশন গঠন করেছিল। কমিশনের রিপোর্টে ভয়াবহ তথ্য উঠে এসেছে। বলা হয়েছে, প্রতি তিনজনের মধ্যে একজন অত্যাচার বা হেনস্থার শিকার হয়েছেন। এরপরেই পার্লামেন্টে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন নিজের এবং সাবেক সরকারের তরফ থেকে ক্ষমা প্রার্থনা করেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। হুমকির বার্তায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সংশ্লিষ্টতার কথা উল্লেখ আছে বলে জানিয়েছে তারা।মুম্বাই পুলিশের ভাষ্যমতে, মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির বার্তাটি পাঠানো হয়। বার্তাটি রাজস্থান রাজ্যের আজমির শরিফ থেকে এসেছে। কে বার্তাটি পাঠিয়েছেন, তা শনাক্ত করতে সেখানে একটি দল পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় একটি এফআইআর দায়ের করেছে পুলিশ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশজুড়ে অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছেন। পাশাপাশি দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের আগামী সপ্তাহে সমাবেশ করার নির্দেশ দিয়েছেন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা প্রধান। রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা এবং এতে প্রাণহানির ঘটনার কয়েক দিন পরই এমন হুমকি দিলেন ইমরান খান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইমরান খান ১৩ ডিসেম্বর পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে দলের সমাবেশে যোগ দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। পেশোয়ার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী। এই প্রদেশে এখন পিটিআই ক্ষমতায়।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর পশ্চিমা বিশ্বের একাধিক দেশ তাকে গ্রেপ্তারে অঙ্গীকারবদ্ধ হয়েছে। নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের কমান্ডার ইব্রাহিম আল মারসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কারণে ইউরোপে অস্থিরতা বাড়ছে। ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাত এখন একটি আঞ্চলিক যুদ্ধ থেকে বৈশ্বিক সংঘাতে পরিণত হওয়ার পথে রয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া পাল্টা আঘাত করতে প্রস্তুত।

পুতিন বলেছেন, রাশিয়া ইতোমধ্যে একটি নতুন ধরনের মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। ভবিষ্যতে আরও এমন আক্রমণ হতে পারে। তবে তিনি জানান, এসব আঘাতের আগে বেসামরিক জনগণকে সতর্ক করা হবে।