গত এক সপ্তাহে হিজবুল্লাহর ২০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

#
news image

গত এক সপ্তাহে হিজবুল্লাহর ২০০ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইল। একইসাথে তারা গোষ্ঠীটির ১৪০টিরও বেশি রকেট লঞ্চার ধ্বংস করারও দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরাইলি বাহিনী টেলিগ্রামের এক বিবৃতিতে বলেছে, তারা সর্বশেষ হিজবুল্লাহর একটি বিশেষ সামরিক স্থাপনায় হামলা করেছে। সেখান থেকে ইসরাইলের পশ্চিম গ্যালিলি ও কেন্দ্রে হামলা চালানো হতো।

বিবৃতিতে আরো জানানো হয় যে হিজবুল্লাহর উপর ইসরাইল সর্বশেষ গতকাল বুধবারে হামলা করে। এর আগে মঙ্গলবারেও তারা হিজবুল্লাহর নানা স্থাপনায় হামলা চালিয়েছিল।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা মঙ্গলবার হিজবুল্লাহর একটি ব্যাটালিয়নের অপারেশনের প্রধান, একটি ব্যাটালিয়ন অ্যান্টি-এয়ারক্রাফ্ট ইউনিটের প্রধান এবং রাদওয়ান বাহিনীর একজন কোম্পানি কমান্ডারকে হত্যা করেছে।

তবে ইসরাইলের এই দাবির পর হিজবুল্লাহর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এছাড়া গত সপ্তাহেও হিজবুল্লাহ কোনো যোদ্ধার মৃত্যুর ঘোষণা দেয়নি। আল জাজিরা

 

নাগরিক অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৪,  5:38 PM

news image

গত এক সপ্তাহে হিজবুল্লাহর ২০০ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইল। একইসাথে তারা গোষ্ঠীটির ১৪০টিরও বেশি রকেট লঞ্চার ধ্বংস করারও দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরাইলি বাহিনী টেলিগ্রামের এক বিবৃতিতে বলেছে, তারা সর্বশেষ হিজবুল্লাহর একটি বিশেষ সামরিক স্থাপনায় হামলা করেছে। সেখান থেকে ইসরাইলের পশ্চিম গ্যালিলি ও কেন্দ্রে হামলা চালানো হতো।

বিবৃতিতে আরো জানানো হয় যে হিজবুল্লাহর উপর ইসরাইল সর্বশেষ গতকাল বুধবারে হামলা করে। এর আগে মঙ্গলবারেও তারা হিজবুল্লাহর নানা স্থাপনায় হামলা চালিয়েছিল।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা মঙ্গলবার হিজবুল্লাহর একটি ব্যাটালিয়নের অপারেশনের প্রধান, একটি ব্যাটালিয়ন অ্যান্টি-এয়ারক্রাফ্ট ইউনিটের প্রধান এবং রাদওয়ান বাহিনীর একজন কোম্পানি কমান্ডারকে হত্যা করেছে।

তবে ইসরাইলের এই দাবির পর হিজবুল্লাহর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এছাড়া গত সপ্তাহেও হিজবুল্লাহ কোনো যোদ্ধার মৃত্যুর ঘোষণা দেয়নি। আল জাজিরা