রুশ ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ওডেসায় কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক
০৯ এপ্রিল, ২০২২, 5:58 AM

রুশ ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ওডেসায় কারফিউ জারি
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ইউক্রেনের ওডেসায় কারফিউ জারি করা হয়েছে। গতকাল শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
খবরে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে কারফিউ জারি করা হয়েছে। ওডেসার সেনাবাহিনী জানায়, ‘ওডেসায় গতকাল শনিবার রাত ৯টা থেকে ১১ এপ্রিল সকাল ছয়টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হলো।’ কারফিউ জারির কারণ সম্পর্কে বলা হয়, সম্প্রতি দোনেৎস্ক অঞ্চলের একটি রেলস্টেশনে হামলা এবং ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কা থেকে এটি করা হয়েছে। ইউক্রেন বলছে, দোনেৎস্ক এলাকার ক্রামাতোর্স্ক শহরের রেলস্টশনে রুশ হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এর আগে কৃষ্ণ সাগর থেকে ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে নগর কর্তৃপক্ষ টেলিগ্রামে জানায়, হামলার কারণে ওডেসায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের উত্তারঞ্চল থেকে সেনা সরিয়ে এখন রাশিয়া দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলকে নিজেদের নতুন লক্ষ্য হিসেবে নির্ধারণ করে। এরপর থেকেই লাগাতার এসব অঞ্চলে হামলা চালাচ্ছে মস্কো।
প্রখ/ সাদ্দাম
আন্তর্জাতিক ডেস্ক
০৯ এপ্রিল, ২০২২, 5:58 AM

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ইউক্রেনের ওডেসায় কারফিউ জারি করা হয়েছে। গতকাল শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
খবরে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে কারফিউ জারি করা হয়েছে। ওডেসার সেনাবাহিনী জানায়, ‘ওডেসায় গতকাল শনিবার রাত ৯টা থেকে ১১ এপ্রিল সকাল ছয়টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হলো।’ কারফিউ জারির কারণ সম্পর্কে বলা হয়, সম্প্রতি দোনেৎস্ক অঞ্চলের একটি রেলস্টেশনে হামলা এবং ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কা থেকে এটি করা হয়েছে। ইউক্রেন বলছে, দোনেৎস্ক এলাকার ক্রামাতোর্স্ক শহরের রেলস্টশনে রুশ হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এর আগে কৃষ্ণ সাগর থেকে ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে নগর কর্তৃপক্ষ টেলিগ্রামে জানায়, হামলার কারণে ওডেসায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের উত্তারঞ্চল থেকে সেনা সরিয়ে এখন রাশিয়া দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলকে নিজেদের নতুন লক্ষ্য হিসেবে নির্ধারণ করে। এরপর থেকেই লাগাতার এসব অঞ্চলে হামলা চালাচ্ছে মস্কো।
প্রখ/ সাদ্দাম