শিরোনামঃ
সাহসী দৃশ্যে অভিনয় করবেন শ্রাবন্তী খ্যাতিমান আইনজীবী এড. তোফাজ্জল হোসেনের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত চিঠির খামে জমে থাকা অশ্রু যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব চীনের, ১০৪ শতাংশের জবাবে মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপ শেখ হাসিনাসহ পরিবারের ১৬ কোটি টাকা জব্দের নির্দেশ এবার মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে বাংলাদেশকে দেয়া ট্রানজিট সুবিধা প্রত্যাহার প্রসঙ্গে যা বললেন রণধীর জয়সওয়াল বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা থার্ড টেম্পল কী? ইহুদিরা কেন আল আকসার জায়গায় থার্ড টেম্পল নির্মাণ করতে চায়? যুদ্ধের জন্য প্রস্তুত মিশরের সশস্ত্র বাহিনী!

কী আছে নদীর নতুন গানে?

#
news image

চ্যানেল আই সেরা কণ্ঠ দিয়ে সংগীতশিল্পী হিসেবে পরিচিত পেয়েছেন মৌমিতা তাশরিন নদী। তারপর নিজের মৌলিক গানের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে গান করেছেন এই গায়িকা।  

বলা যায়, এ প্রজন্মের অন্যতম আলোচিত সংগীতশিল্পী। তার গাওয়া বেশ কিছু গান বেশ জনপ্রিয়তাও পেয়েছে। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার প্রকাশ পেল নদীর আরো একটি নতুন গান। 'মন মানে না' শিরোনামের এই গানটি প্রকাশ হয়েছে আরটিভি মিউজিকের অফিশিয়াল ইউটিউবে।

গানটির কথা লিখেছেন আজমল কবির ও সংগীত পরিচালনায় ছিলেন হৃদয় হাসিন। আর রিদম প্রগ্রামিং করেছেন সায়েম রহমান। নিজের এই নতুন গান নিয়ে নদী বললেন, “মৌলিক গানের ক্ষেত্রে আমি একটু সময় নিয়ে কাজ করতে পছন্দ করি।  ‘মন মানে না’ গানটি বেশ মিষ্টি একটা রোমান্টিক গান। গানটির কথা যেমন সুন্দর, তেমনি এর মিউজিকটাও দারুণ। যারা ফোক ও মেলোডির মেলবন্ধন পছন্দ করেন তাদের গানটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে - গানটি পছন্দের তালিকায় রয়ে যাওয়ার মতো।’’ আমরা সবাই মিলে চেষ্টা করেছি শ্রোতা-দর্শকদের মিষ্টি একটা গান উপহার দেওয়ার জন্য। তাদের কাছে গানটি ভালো লাগলে, গ্রহণযোগ্যতা পেলে আমাদের কষ্ট সার্থক হবে।'

উল্লেখ্য, এখন পর্যন্ত বাপ্পা মজুমদারের সঙ্গে নদীর গাওয়া ‘জলছায়া’, আসিফ আকবরের সঙ্গে ‘আজ হারাই’, একক কণ্ঠে ‘ডুবসাঁতার’, ‘দেশি গার্ল’সহ আরো বেশ কিছু গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

নাগরিক বিনোদন ডেস্ক

০৮ মার্চ, ২০২৪,  8:03 PM

news image

চ্যানেল আই সেরা কণ্ঠ দিয়ে সংগীতশিল্পী হিসেবে পরিচিত পেয়েছেন মৌমিতা তাশরিন নদী। তারপর নিজের মৌলিক গানের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে গান করেছেন এই গায়িকা।  

বলা যায়, এ প্রজন্মের অন্যতম আলোচিত সংগীতশিল্পী। তার গাওয়া বেশ কিছু গান বেশ জনপ্রিয়তাও পেয়েছে। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার প্রকাশ পেল নদীর আরো একটি নতুন গান। 'মন মানে না' শিরোনামের এই গানটি প্রকাশ হয়েছে আরটিভি মিউজিকের অফিশিয়াল ইউটিউবে।

গানটির কথা লিখেছেন আজমল কবির ও সংগীত পরিচালনায় ছিলেন হৃদয় হাসিন। আর রিদম প্রগ্রামিং করেছেন সায়েম রহমান। নিজের এই নতুন গান নিয়ে নদী বললেন, “মৌলিক গানের ক্ষেত্রে আমি একটু সময় নিয়ে কাজ করতে পছন্দ করি।  ‘মন মানে না’ গানটি বেশ মিষ্টি একটা রোমান্টিক গান। গানটির কথা যেমন সুন্দর, তেমনি এর মিউজিকটাও দারুণ। যারা ফোক ও মেলোডির মেলবন্ধন পছন্দ করেন তাদের গানটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে - গানটি পছন্দের তালিকায় রয়ে যাওয়ার মতো।’’ আমরা সবাই মিলে চেষ্টা করেছি শ্রোতা-দর্শকদের মিষ্টি একটা গান উপহার দেওয়ার জন্য। তাদের কাছে গানটি ভালো লাগলে, গ্রহণযোগ্যতা পেলে আমাদের কষ্ট সার্থক হবে।'

উল্লেখ্য, এখন পর্যন্ত বাপ্পা মজুমদারের সঙ্গে নদীর গাওয়া ‘জলছায়া’, আসিফ আকবরের সঙ্গে ‘আজ হারাই’, একক কণ্ঠে ‘ডুবসাঁতার’, ‘দেশি গার্ল’সহ আরো বেশ কিছু গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।