সীমান্তের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আমরা প্রস্তুত : কাদের

#
news image

মিয়ানমারের অভ্যন্তরে চলমান তীব্র সংঘাতের কারণে সীমান্তে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের সীমান্ত রক্ষায় সদা জাগ্রত। মিয়ানমারে যে অস্থিরতা বিরাজ করছে, তাতে সীমান্তে নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে। কাজেই এই বিষয়ে আমরা প্রস্তুত আছি।’ সোমবার (১৯  ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে- দলটির এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির রাজনীতিতে মিথাচার চিরজীবন অপরিহার্য। এটা তাদের চিরাচরিত মিথ্যাচারেরই ধারাবাহিকতা। তাদের সঙ্গে জনগণ নেই, কর্মীরা হতাশ। এখন কিছু না কিছু বলে কর্মীদের কাছে, পাবলিকের কাছে থাকতে চাচ্ছে।’ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন, ‘সংসদে আজকে জাতীয় পার্টির যারা বিরোধী দল গঠন করেছে এর বাইরে যারা জাতীয় পার্টির নামে কোনো একটা ভাগ সৃষ্টি করেছে সেটা তাদের নিজেদের ব্যাপার। এর প্রক্রিয়ার সঙ্গে জাতীয় সংসদের কেউ নেই। বাইরে যারা করছে তারা পার্লামেন্টের সঙ্গে জড়িত না। তাই আমাদের এ নিয়ে মাথা ব্যথা বা কোনো উদ্বেগ নেই।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘কিছু কিছু (দাম) বাড়ছে, কিছু কমছে। কমার প্রবণতা বিদ্যমান। চলমান বিশ্ব সংকটের প্রতিক্রিয়া আমাদের দেশে হবে এটাই খুব স্বাভাবিক।’ ‘কথা হচ্ছে, এই ব্যাপারে সরকার কোনো ঔদাসীন্য দেখিয়েছে কি না। সরকার তো এখানে সক্রিয়। আমরা তো চেষ্টা করে যাচ্ছি। আমরা নিষ্ক্রিয় হয়ে বসে নেই। আমাদের যা করণীয় আমরা তা করছি,’ যোগ করেন মন্ত্রী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

অনলাইন ডেক্স

১৯ ফেব্রুয়ারি, ২০২৪,  3:52 PM

news image

মিয়ানমারের অভ্যন্তরে চলমান তীব্র সংঘাতের কারণে সীমান্তে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের সীমান্ত রক্ষায় সদা জাগ্রত। মিয়ানমারে যে অস্থিরতা বিরাজ করছে, তাতে সীমান্তে নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে। কাজেই এই বিষয়ে আমরা প্রস্তুত আছি।’ সোমবার (১৯  ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে- দলটির এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির রাজনীতিতে মিথাচার চিরজীবন অপরিহার্য। এটা তাদের চিরাচরিত মিথ্যাচারেরই ধারাবাহিকতা। তাদের সঙ্গে জনগণ নেই, কর্মীরা হতাশ। এখন কিছু না কিছু বলে কর্মীদের কাছে, পাবলিকের কাছে থাকতে চাচ্ছে।’ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন, ‘সংসদে আজকে জাতীয় পার্টির যারা বিরোধী দল গঠন করেছে এর বাইরে যারা জাতীয় পার্টির নামে কোনো একটা ভাগ সৃষ্টি করেছে সেটা তাদের নিজেদের ব্যাপার। এর প্রক্রিয়ার সঙ্গে জাতীয় সংসদের কেউ নেই। বাইরে যারা করছে তারা পার্লামেন্টের সঙ্গে জড়িত না। তাই আমাদের এ নিয়ে মাথা ব্যথা বা কোনো উদ্বেগ নেই।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘কিছু কিছু (দাম) বাড়ছে, কিছু কমছে। কমার প্রবণতা বিদ্যমান। চলমান বিশ্ব সংকটের প্রতিক্রিয়া আমাদের দেশে হবে এটাই খুব স্বাভাবিক।’ ‘কথা হচ্ছে, এই ব্যাপারে সরকার কোনো ঔদাসীন্য দেখিয়েছে কি না। সরকার তো এখানে সক্রিয়। আমরা তো চেষ্টা করে যাচ্ছি। আমরা নিষ্ক্রিয় হয়ে বসে নেই। আমাদের যা করণীয় আমরা তা করছি,’ যোগ করেন মন্ত্রী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।