শিরোনামঃ
প্লাস্টিক-পলিথিনের ব্যবহার: নিজের ক্ষতির কথা নিজেদেরই ভাবতে হবে সর্বোচ্চ দুর্নীতি পাসপোর্ট, বিআরটিএ এবং আইনশৃঙ্খলায়!  দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রীর লাশ উদ্ধার  প্রথমবার হকির যুব বিশ্বকাপে বাংলাদেশ  বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে ভ্রমণ সতর্কতা যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা কাল সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন হাইকমিশনে হামলা পূর্ব-পরিকল্পিত বলে ধারণা হয়: ফখরুল বাংলাদেশের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে: প্রণয় ভার্মা 'এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা প্রথমবার ট্র্যাভেল পাস নিয়ে সেন্ট মার্টিন গেলেন ৬৫৩ পর্যটক

শৈলকুপার গ্রামে গৃহবধূর শ্লীলতহানির অভিযোগ

#
news image

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গ্রামে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগি নারি এলাকার রিয়াজুল ও মানি নামের দুই যুুবকের নামে শৈলকুপা থানায় অভিযোগ দিয়েছেন। থানায় লিখিত অভিযোগে ওই নারি জানান, বুধবার রাতে তিনি তার মেয়ের সাথে ঘরে বসে মোবাইলফোনে ছবি দেখছিলেন। রাত ৯টার দিকে রিয়াজুল ও মানি নামের দুই যুুবক জানালা রপাশে দঁঅড়িয়ে তাকে দরজা খূলতে বললে তিনি ডাকে সাড়া দেন নি। কিছুক্ষণ অপেক্ষার পর তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে একজন মেয়ের মুখ চেপে ধরে রাখে এবং অপরজন তাকে উপুর্যপরি ধর্ষণ করে। পরে তার এবং মেয়ের চিৎকারে প্রতিবোিশরা ছুটে  এলে দু’জনই সবার সামনে পালিয়ে যায়। এব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রিয়াজুল কবির জানান, অভিযোগ পাবার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নারির বর্ণনা অনুযায়ি মামলা নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযোগকারি নারি এখন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওসি (তদন্ত)।

দেলোয়ার কবীর, ঝিনাইদহ

০১ ফেব্রুয়ারি, ২০২৪,  5:51 PM

news image

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গ্রামে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগি নারি এলাকার রিয়াজুল ও মানি নামের দুই যুুবকের নামে শৈলকুপা থানায় অভিযোগ দিয়েছেন। থানায় লিখিত অভিযোগে ওই নারি জানান, বুধবার রাতে তিনি তার মেয়ের সাথে ঘরে বসে মোবাইলফোনে ছবি দেখছিলেন। রাত ৯টার দিকে রিয়াজুল ও মানি নামের দুই যুুবক জানালা রপাশে দঁঅড়িয়ে তাকে দরজা খূলতে বললে তিনি ডাকে সাড়া দেন নি। কিছুক্ষণ অপেক্ষার পর তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে একজন মেয়ের মুখ চেপে ধরে রাখে এবং অপরজন তাকে উপুর্যপরি ধর্ষণ করে। পরে তার এবং মেয়ের চিৎকারে প্রতিবোিশরা ছুটে  এলে দু’জনই সবার সামনে পালিয়ে যায়। এব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রিয়াজুল কবির জানান, অভিযোগ পাবার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নারির বর্ণনা অনুযায়ি মামলা নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযোগকারি নারি এখন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওসি (তদন্ত)।