ডাসারে ওয়ারেন্টভুক্ত আসামীর হাতকড়া অবস্থায় পলায়ন

#
news image

মাদারীপুরের ডাসারে খোকন মুন্সি নামে এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পুলিশের কাছ থেকে হাতকড়া অবস্থায় পালিয়েছে। পলায়ন হওয়া খোকন মুন্সি উপজেলার পূর্বমাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সীর ছেলে। আজ শনিবার বেলা আনঃ ১১ঃ৩০ মিনিটের সময় ডাসার থানা এলাকার বয়াতীবাড়ি সংলগ্ন আদম আলী হাওলাদারের ইটভাটা পাশের সড়কে পুলিশের মটরসাইকেল থেকে লাফিয়ে তিনি পালিয়েছে।

এলাকা ও পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার ওসি হাসানুজ্জামানের নির্দেশনায় এসআই সুশিল মুখোপাধ্যায় অভিযান চালিয়ে একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী খোকন মুন্সি(৩২) কে পলাতক অবস্থায় গ্রেফতার করেন। কিন্তু তাকে গ্রেফতার শেষে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের মটরসাইকেল থেকে হাতকড়াসহ লাফিয়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে থানা পুলিশের একাধিক বিশেষ টিম খোকন মুন্সিকে পুনরায় গ্রেফতার করার জন্য জোরতোর অভিযান অব্যাহত রাখেন।

এব্যাপারে একাধিকবার জানতে চাইলে ডাসার থানার এসআই সুশিল বলেন,্আমি তাকে ধরিনি,আমাদের দেখে দৌড়ে পালিয়ে যায়। হাতকড়ার বিষয় জানতে চাইলে বলেন, ভাই ব্যস্ত আছি বলে তিনি আসামী খুজতে ঘটনা স্থলের এলাকার গ্রামে ভিতর চলে যান।

ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান এর মুঠোফোনে কল দিলে,মোবাইল রিসিফ না করার কারনে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

মোঃ আতিকুর রহমান আজাদ, ডাসার (মাদারীপুর)

০১ জুলাই, ২০২৩,  8:15 PM

news image

মাদারীপুরের ডাসারে খোকন মুন্সি নামে এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পুলিশের কাছ থেকে হাতকড়া অবস্থায় পালিয়েছে। পলায়ন হওয়া খোকন মুন্সি উপজেলার পূর্বমাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সীর ছেলে। আজ শনিবার বেলা আনঃ ১১ঃ৩০ মিনিটের সময় ডাসার থানা এলাকার বয়াতীবাড়ি সংলগ্ন আদম আলী হাওলাদারের ইটভাটা পাশের সড়কে পুলিশের মটরসাইকেল থেকে লাফিয়ে তিনি পালিয়েছে।

এলাকা ও পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার ওসি হাসানুজ্জামানের নির্দেশনায় এসআই সুশিল মুখোপাধ্যায় অভিযান চালিয়ে একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী খোকন মুন্সি(৩২) কে পলাতক অবস্থায় গ্রেফতার করেন। কিন্তু তাকে গ্রেফতার শেষে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের মটরসাইকেল থেকে হাতকড়াসহ লাফিয়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে থানা পুলিশের একাধিক বিশেষ টিম খোকন মুন্সিকে পুনরায় গ্রেফতার করার জন্য জোরতোর অভিযান অব্যাহত রাখেন।

এব্যাপারে একাধিকবার জানতে চাইলে ডাসার থানার এসআই সুশিল বলেন,্আমি তাকে ধরিনি,আমাদের দেখে দৌড়ে পালিয়ে যায়। হাতকড়ার বিষয় জানতে চাইলে বলেন, ভাই ব্যস্ত আছি বলে তিনি আসামী খুজতে ঘটনা স্থলের এলাকার গ্রামে ভিতর চলে যান।

ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান এর মুঠোফোনে কল দিলে,মোবাইল রিসিফ না করার কারনে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।