শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

ক্লাবে ঝড় তুললেন সামান্থা

#
news image

ভারতীয় ব্লক বাস্টার সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ এ আল্লু অর্জুনের সঙ্গে আইটেম গান ‘উ অন্তভায়’ নেচে যা ঝড় তুলেছিল দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী  সামান্থা রুথ প্রভু।

পরবর্তীতে 'কফি উইথ করণ'-এ অতিথি হয়ে গিয়ে অক্ষয় কুমারের সঙ্গেও এই গানে নাচতে দেখা গিয়েছিল তাকে। ইদানীং সার্বিয়ায় রুশো সিরিজ ‘সিটাডেলের’ ভারতীয় সংস্করণের এর শুটিং করছেন সামান্থা। আর সেখানেই নাইট ক্লাবে ‘উ অন্তভা’য়  বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে কোমর দুলিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সামান্থা। আর ঝড়ের গতিতে সামান্থার সেই নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে  সোশ্যাল মিডিয়ায়।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সার্বিয়ায় শ্যুটিং থেকে নাইট ক্লাবে গিয়ে পুস্পা দ্য রাইজ'-এর আইটেম সং এ নেচে মাত করেছেন সামান্থা আর বরুণ। গত শনিবারের তাদের সেই নাচের ভিডিও সিনেমার কোনো কলাকুশীদের মধ্যে কেই একজন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওতে সামান্থাকে কালো লেদার টপ ও প্যান্টে দেখা গিয়েছে, আর তার চোখে ছিল চশমা, হাতে পানীয় বোতল।

‘উ অন্তভা’য় নাচার আগে চশমা খুলে নিতে দেখা যায় সামান্থাকে। নাচের আগে বরুণের সঙ্গে কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশানে লেখা হয়েছে, ‘সামান্থার এই আইটেম গানের উন্মাদনা অবিশ্বাস্য।’

নাগরিক বিনোদন ডেস্ক

১২ জুন, ২০২৩,  8:16 PM

news image

ভারতীয় ব্লক বাস্টার সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ এ আল্লু অর্জুনের সঙ্গে আইটেম গান ‘উ অন্তভায়’ নেচে যা ঝড় তুলেছিল দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী  সামান্থা রুথ প্রভু।

পরবর্তীতে 'কফি উইথ করণ'-এ অতিথি হয়ে গিয়ে অক্ষয় কুমারের সঙ্গেও এই গানে নাচতে দেখা গিয়েছিল তাকে। ইদানীং সার্বিয়ায় রুশো সিরিজ ‘সিটাডেলের’ ভারতীয় সংস্করণের এর শুটিং করছেন সামান্থা। আর সেখানেই নাইট ক্লাবে ‘উ অন্তভা’য়  বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে কোমর দুলিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সামান্থা। আর ঝড়ের গতিতে সামান্থার সেই নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে  সোশ্যাল মিডিয়ায়।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সার্বিয়ায় শ্যুটিং থেকে নাইট ক্লাবে গিয়ে পুস্পা দ্য রাইজ'-এর আইটেম সং এ নেচে মাত করেছেন সামান্থা আর বরুণ। গত শনিবারের তাদের সেই নাচের ভিডিও সিনেমার কোনো কলাকুশীদের মধ্যে কেই একজন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওতে সামান্থাকে কালো লেদার টপ ও প্যান্টে দেখা গিয়েছে, আর তার চোখে ছিল চশমা, হাতে পানীয় বোতল।

‘উ অন্তভা’য় নাচার আগে চশমা খুলে নিতে দেখা যায় সামান্থাকে। নাচের আগে বরুণের সঙ্গে কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশানে লেখা হয়েছে, ‘সামান্থার এই আইটেম গানের উন্মাদনা অবিশ্বাস্য।’