জাম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৪

নাগরিক অনলাইন ডেস্ক
১৪ মে, ২০২৩, 10:28 PM

জাম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৪
গত শনিবার জাম্বিয়ার দক্ষিণাঞ্চলে গির্জাগামীদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় নিহত হয়েছে ২৪ জন এবং চালকসহ আহত হয়েছে আরও ১২ জন। জাম্বিয়ার পুলিশ এ তথ্য জানিয়েছে। এএফপি, আনাদোলু এজেন্সি
পুলিশের মুখপাত্র ড্যানি মাওয়ালে এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে ২৩ জন নারী এবং একজন পুরুষ। তারা সবাই প্রাপ্তবয়স্ক। এছাড়া আহতদের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী রয়েছেন। তিনি আরও বলেন, লুসাকার দক্ষিণে চিরুন্দু-কাফুয়ে রোড বরাবর কাপিরিংগোজি এলাকায় মিতসুবিশি রোসা একটি মালবাহী ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি প্রথমে ট্রাক ও ট্রেলারের পিছনে ধাক্কা মারে। বাসের চালক তখন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে একটি খাদে পড়ে উল্টে যায়।
মাওয়ালে বলেন, বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ট্রাকের পেছনের বাম্পার ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত জাম্বিয়ায় রাস্তার খারাপ অবস্থা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে মারাত্মক সড়ক দুর্ঘটনা সাধারণ।
নাগরিক অনলাইন ডেস্ক
১৪ মে, ২০২৩, 10:28 PM

গত শনিবার জাম্বিয়ার দক্ষিণাঞ্চলে গির্জাগামীদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় নিহত হয়েছে ২৪ জন এবং চালকসহ আহত হয়েছে আরও ১২ জন। জাম্বিয়ার পুলিশ এ তথ্য জানিয়েছে। এএফপি, আনাদোলু এজেন্সি
পুলিশের মুখপাত্র ড্যানি মাওয়ালে এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে ২৩ জন নারী এবং একজন পুরুষ। তারা সবাই প্রাপ্তবয়স্ক। এছাড়া আহতদের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী রয়েছেন। তিনি আরও বলেন, লুসাকার দক্ষিণে চিরুন্দু-কাফুয়ে রোড বরাবর কাপিরিংগোজি এলাকায় মিতসুবিশি রোসা একটি মালবাহী ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি প্রথমে ট্রাক ও ট্রেলারের পিছনে ধাক্কা মারে। বাসের চালক তখন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে একটি খাদে পড়ে উল্টে যায়।
মাওয়ালে বলেন, বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ট্রাকের পেছনের বাম্পার ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত জাম্বিয়ায় রাস্তার খারাপ অবস্থা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে মারাত্মক সড়ক দুর্ঘটনা সাধারণ।