মেসির সঙ্গে চুক্তির কথা অস্বীকার করলো সৌদি আরবের আল হিলাল
নাগরিক স্পোর্টস ডেস্ক
১৩ মে, ২০২৩, 4:27 PM
মেসির সঙ্গে চুক্তির কথা অস্বীকার করলো সৌদি আরবের আল হিলাল
লিওনেল মেসি আগামী মওসুমে কোন ক্লাবের জার্সি গায়ে জড়াবেন। সেটা নিয়ে আলোচনা তুঙ্গে। এবার এই ইস্যুতে চলে এলো আরও বড় আপডেট। পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। যদিও সংবাদ সংস্থা এএফপি দাবি করেছিলো, আগামী মওসুমে বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি আরবের একটি ক্লাবে খেলবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা। সেই চুক্তিও নাকি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে ক্লাবটির নাম উল্লেখ করেনি এএফপি।
যদিও বুঝতে অসুবিধা হয়নি যে আল হিলালের কথাই বলছিল সেই সংবাদ সংস্থা। আর এবার আল হিলালের পক্ষ থেকেও এখন পর্যন্ত মেসির সঙ্গে কোনও চুক্তি হওয়ার কথা অস্বীকার করা হয়েছে। - জি নিউজ
সেই খবরকে একেবারে উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসির বাবা ও তার এজেন্ট জর্জ মেসি। তার দাবি সংবাদমাধ্যম গোটা বিষয় নিয়ে অহেতুক জলঘোলা করছে। এমনকি এই ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এমনকি মেসির সৌদি আরব যাত্রা নিয়ে যাবতীয় খবর একেবারেই ভালোভাবে নেননি মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ফ্রান্সের পত্রিকা লেকিপ এমনটাই দাবি করেছিল। লেকিপের দাবি, সৌদি আরবের ফুটবলে মেসির নাম লেখানো নিয়ে দ্বিধায় আছেন তার স্ত্রী।
জর্জ মেসি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, আগামী মওসুমের জন্য লিও এখনও পর্যন্ত কোনও ক্লাবের চুক্তিপত্রে সই করেনি। এবারের মওসুম শেষ হলেই এই ব্যাপারে বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সব সময়ই নানা রকম গুজব থাকে কিন্তু সত্য স্রেফ একটি। আমরা নিশ্চিত করতে পারি, কারও সঙ্গেই কোনও চুক্তি হয়নি। মৌখিকভাবে রাজি হওয়া কিংবা কোনও চুক্তিপত্রে সই করা এমন কিছুই হয়নি। চলতি মওসুম শেষ না হওয়া পর্যন্ত কিছু হবেও না।
নাগরিক স্পোর্টস ডেস্ক
১৩ মে, ২০২৩, 4:27 PM
লিওনেল মেসি আগামী মওসুমে কোন ক্লাবের জার্সি গায়ে জড়াবেন। সেটা নিয়ে আলোচনা তুঙ্গে। এবার এই ইস্যুতে চলে এলো আরও বড় আপডেট। পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। যদিও সংবাদ সংস্থা এএফপি দাবি করেছিলো, আগামী মওসুমে বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি আরবের একটি ক্লাবে খেলবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা। সেই চুক্তিও নাকি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে ক্লাবটির নাম উল্লেখ করেনি এএফপি।
যদিও বুঝতে অসুবিধা হয়নি যে আল হিলালের কথাই বলছিল সেই সংবাদ সংস্থা। আর এবার আল হিলালের পক্ষ থেকেও এখন পর্যন্ত মেসির সঙ্গে কোনও চুক্তি হওয়ার কথা অস্বীকার করা হয়েছে। - জি নিউজ
সেই খবরকে একেবারে উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসির বাবা ও তার এজেন্ট জর্জ মেসি। তার দাবি সংবাদমাধ্যম গোটা বিষয় নিয়ে অহেতুক জলঘোলা করছে। এমনকি এই ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এমনকি মেসির সৌদি আরব যাত্রা নিয়ে যাবতীয় খবর একেবারেই ভালোভাবে নেননি মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ফ্রান্সের পত্রিকা লেকিপ এমনটাই দাবি করেছিল। লেকিপের দাবি, সৌদি আরবের ফুটবলে মেসির নাম লেখানো নিয়ে দ্বিধায় আছেন তার স্ত্রী।
জর্জ মেসি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, আগামী মওসুমের জন্য লিও এখনও পর্যন্ত কোনও ক্লাবের চুক্তিপত্রে সই করেনি। এবারের মওসুম শেষ হলেই এই ব্যাপারে বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সব সময়ই নানা রকম গুজব থাকে কিন্তু সত্য স্রেফ একটি। আমরা নিশ্চিত করতে পারি, কারও সঙ্গেই কোনও চুক্তি হয়নি। মৌখিকভাবে রাজি হওয়া কিংবা কোনও চুক্তিপত্রে সই করা এমন কিছুই হয়নি। চলতি মওসুম শেষ না হওয়া পর্যন্ত কিছু হবেও না।