শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

মিস্টার শাকিব খান, আপনাকে খুব অপরিচিত লাগে : বুবলী

#
news image

প্রায় এক ডজন সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমার পর বাস্তব জীবনেও সম্পর্কে জড়ান তারা। প্রকাশ্যে আসে তাদের সন্তান শেহজাদ খান বীর। তবে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল, ব্যক্তিগত জীবনে শাকিব খান ও বুবলী আলাদা! তাহলে কী সেই গুঞ্জন সত্যি হচ্ছে এবার।

একটি জাতীয় দৈনিক পত্রিকায় গত মঙ্গলবার দেওয়া সাক্ষাৎকারে চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে ‘ইট মেরে পাটকেলটি খেয়েছেন’ এই অভিনেতা। শবনম বুবলী তাঁর ফেরিফাইড ফেসবুক পেজে সেকথা অস্বীকার করে শাকিবের উদ্দেশে বলেছেন, ‘এখনও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি।’ শাকিব খানের মন্তব্যে যে তাঁর সন্তান বীর এর মা বুবলী বীরত্বের সঙ্গে বেজায় চটেছেন, তা তার ফেসবুক স্ট্যাটাস দেখে সহজেই বোঝা যায়। শবনম বুবলী বুধবার বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাসে বুবলী লিখেছেন, “মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সাথে মেলে না..।

আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন, না কি অজ্ঞানেও মাঝে মাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলেন? কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছে টা কি!!”শেহজাদ প্রসঙ্গে তুলে বুবলী লিখেন, “শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব..।”

ঈদের স্মৃতিচারণ করে এই চিত্রনায়িকা লিখেন, “আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদকে সহ একসাথে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি..।

শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ঈদ এবং ঈদের পরেও একসাথে থেকেছি, টাইম স্পেন্ড করেছি। কিন্তু কিছু দিন পর পর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনোও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণ চিন্তা প্রকাশ করেন? এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কি নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন..।

আপনাকে তো কোথাও কখনও অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি..। বরং যেকোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানাভাবে সাপোর্ট দিয়েছি..।” সাকিবের উদ্দেশে বুবলি আরও লিখেছেন, “আপনার সমসাময়িক এত বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেন? আপনার উদ্দেশ্য কি? আগে তো কখনও এরকম করতেন না? নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয় না।

সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন, তবে মনে রাখবেন সুপারস্টারডোম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়। অনেকটা সময় পার হয়ে গিয়েছে নিজের জীবনটাকে গোছান, সেটা যেভাবেই আপনার ভাল লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল..।”

সবশেষে তিনি আরও লেখেন, “এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক। আমি অবশ্যই শুভকামনা জানাবো কিন্তু বিনীত অনুরোধ করবো আবারো কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না এবং শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন..।”

নাগরিক বিনোদন ডেস্ক

১১ মে, ২০২৩,  9:22 AM

news image

প্রায় এক ডজন সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমার পর বাস্তব জীবনেও সম্পর্কে জড়ান তারা। প্রকাশ্যে আসে তাদের সন্তান শেহজাদ খান বীর। তবে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল, ব্যক্তিগত জীবনে শাকিব খান ও বুবলী আলাদা! তাহলে কী সেই গুঞ্জন সত্যি হচ্ছে এবার।

একটি জাতীয় দৈনিক পত্রিকায় গত মঙ্গলবার দেওয়া সাক্ষাৎকারে চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে ‘ইট মেরে পাটকেলটি খেয়েছেন’ এই অভিনেতা। শবনম বুবলী তাঁর ফেরিফাইড ফেসবুক পেজে সেকথা অস্বীকার করে শাকিবের উদ্দেশে বলেছেন, ‘এখনও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি।’ শাকিব খানের মন্তব্যে যে তাঁর সন্তান বীর এর মা বুবলী বীরত্বের সঙ্গে বেজায় চটেছেন, তা তার ফেসবুক স্ট্যাটাস দেখে সহজেই বোঝা যায়। শবনম বুবলী বুধবার বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাসে বুবলী লিখেছেন, “মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সাথে মেলে না..।

আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন, না কি অজ্ঞানেও মাঝে মাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলেন? কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছে টা কি!!”শেহজাদ প্রসঙ্গে তুলে বুবলী লিখেন, “শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব..।”

ঈদের স্মৃতিচারণ করে এই চিত্রনায়িকা লিখেন, “আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদকে সহ একসাথে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি..।

শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ঈদ এবং ঈদের পরেও একসাথে থেকেছি, টাইম স্পেন্ড করেছি। কিন্তু কিছু দিন পর পর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনোও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণ চিন্তা প্রকাশ করেন? এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কি নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন..।

আপনাকে তো কোথাও কখনও অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি..। বরং যেকোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানাভাবে সাপোর্ট দিয়েছি..।” সাকিবের উদ্দেশে বুবলি আরও লিখেছেন, “আপনার সমসাময়িক এত বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেন? আপনার উদ্দেশ্য কি? আগে তো কখনও এরকম করতেন না? নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয় না।

সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন, তবে মনে রাখবেন সুপারস্টারডোম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়। অনেকটা সময় পার হয়ে গিয়েছে নিজের জীবনটাকে গোছান, সেটা যেভাবেই আপনার ভাল লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল..।”

সবশেষে তিনি আরও লেখেন, “এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক। আমি অবশ্যই শুভকামনা জানাবো কিন্তু বিনীত অনুরোধ করবো আবারো কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না এবং শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন..।”