বরগুনার তালতলীতে হত্যা মামলার আসামী গ্রেফতার
উপজেলা সংবাদদাতা
০৯ এপ্রিল, ২০২৩, 12:05 PM
বরগুনার তালতলীতে হত্যা মামলার আসামী গ্রেফতার
র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্প একটি যৌথ অভিযান পরিচালনা করে। ঘটনার বিবরণে জানা যায় যে, গত ০৩/০৪/২০২৩ ইং তারিখ দিবাগত রাত ০৯:৩০ ঘটিকায় ভিকটিম মৃত মোসাঃ শাফিয়া বেগম(৫০) টাকা ধার নেওয়ার জন্য প্রতিবেশী বিকাশ ব্যবসায়ী মোঃ সবুজের দোকানের উদ্দেশ্যে রওয়ানা হয়।
পরবর্তীতে সে বাড়িতে ফিরে না আসায় এবং রাত্র গভীর হওয়ায় তাহাকে বিভিন্ন জায়গায় খোজাখূজি করিতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে ইং০৫/০৪/২০২৩ দুপুর অনুমান ০২:২০ ঘটিকার সময় তালতলী থানাধীন ০৪নং শারিকখালী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ দক্ষিণ নলবুনিয়া সাকিনের ধোপার ভিটার পূর্ব পাশে কালীর খালের মধ্যে কেওড়া গাছের গোড়ায়, পানির মধ্যে মৃত শাফিয়াকে উপুর অবস্থায় ভেসে থাকতে দেখিতে পাইয়া ডাকচিৎকার ও কান্নকাটি শুরু করিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে। স্থানীয় গ্রাম পুলিশ মোঃ আব্দল মালেক বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে থানা পুলিশকে অবহিত করে। মৃত ভিকটিম এর মেয়ে মোসাঃ আজমাইন আক্তারকে জিজ্ঞাসা বাদে সে জানায় যে, বাড়ি থেকে বাহির হওয়ার সময় তাহার মায়ের পড়নের কাপড়ের কোচরে ১০,০০০/- টাকা এবং কাণে স্বর্ণের দুল ওজন অনুমান ৫ আনা মূল অনুমান ৩৪০০০/- টাকা ও নাকে স্বর্ণের নাক ফুল ওজন অনুমান ১ আনা মূল্য অনুমান ৬০০০/- টাকা। যাহা শাফিয়া বেগম এর মৃত দেহের সাথে পাওয়া যায় নাই।
উল্লেখিত বিবাদীগণ ভিকটিম মৃত মোসাঃ শাফিয়া বেগমকে গত ০৩/০৪/২০২৩ইং তারিখ দিবাগত রাত ০৯:৩০ ঘটিকা হইতে ০৫/০৪/২০২৩ইং তারিখ দুপুর অনুমান ০২:৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় খুন করিয়া লাশ গোপন করার উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে রাখে এবং স্বর্নের জিনিস নিয়া যায়। উক্ত বিষয়ে বরগুনা জেলার তালতলী থানায় একটি মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং-৫, তারিখ-০৬/০৪/২০২৩ইং , ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড। র্যাব-৮, সিপিসি-১ বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে কার্যক্রম আরম্ভ করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। র্যাব-৮, সিপিসি-১ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বর্ণিত মামলার ০৩ নং আসামী মোঃ সিদ্দিক হাওলাদার(৫০), আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে রাজধানীর সাভার এর কাঠগড়া বাজার এলাকায় অবস্থান করছে।
স্থানীয় র্যাব-০৪, সিপিসি-২, সাভার উক্ত সংবাদের ভিত্তিতে রাজধানীর সাভার এর কাঠগড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গত ০৭/০৪/২০২৩ইং তারিখ ১৯০০ ঘটিকার সময় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ সিদ্দিক হাওলাদার(৫০) ঘটনার সাথে নিজের সরাসরি সং¯িøষ্টতার বিষয়টি র্যাবের কাছে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য (মামলা নং-৫, তারিখ-০৬/০৪/২০২৩ইং , ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড) মূলে বরগুনা জেলার তালতলী থানায় হস্তান্তর করা হয়।
উপজেলা সংবাদদাতা
০৯ এপ্রিল, ২০২৩, 12:05 PM
র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্প একটি যৌথ অভিযান পরিচালনা করে। ঘটনার বিবরণে জানা যায় যে, গত ০৩/০৪/২০২৩ ইং তারিখ দিবাগত রাত ০৯:৩০ ঘটিকায় ভিকটিম মৃত মোসাঃ শাফিয়া বেগম(৫০) টাকা ধার নেওয়ার জন্য প্রতিবেশী বিকাশ ব্যবসায়ী মোঃ সবুজের দোকানের উদ্দেশ্যে রওয়ানা হয়।
পরবর্তীতে সে বাড়িতে ফিরে না আসায় এবং রাত্র গভীর হওয়ায় তাহাকে বিভিন্ন জায়গায় খোজাখূজি করিতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে ইং০৫/০৪/২০২৩ দুপুর অনুমান ০২:২০ ঘটিকার সময় তালতলী থানাধীন ০৪নং শারিকখালী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ দক্ষিণ নলবুনিয়া সাকিনের ধোপার ভিটার পূর্ব পাশে কালীর খালের মধ্যে কেওড়া গাছের গোড়ায়, পানির মধ্যে মৃত শাফিয়াকে উপুর অবস্থায় ভেসে থাকতে দেখিতে পাইয়া ডাকচিৎকার ও কান্নকাটি শুরু করিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে। স্থানীয় গ্রাম পুলিশ মোঃ আব্দল মালেক বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে থানা পুলিশকে অবহিত করে। মৃত ভিকটিম এর মেয়ে মোসাঃ আজমাইন আক্তারকে জিজ্ঞাসা বাদে সে জানায় যে, বাড়ি থেকে বাহির হওয়ার সময় তাহার মায়ের পড়নের কাপড়ের কোচরে ১০,০০০/- টাকা এবং কাণে স্বর্ণের দুল ওজন অনুমান ৫ আনা মূল অনুমান ৩৪০০০/- টাকা ও নাকে স্বর্ণের নাক ফুল ওজন অনুমান ১ আনা মূল্য অনুমান ৬০০০/- টাকা। যাহা শাফিয়া বেগম এর মৃত দেহের সাথে পাওয়া যায় নাই।
উল্লেখিত বিবাদীগণ ভিকটিম মৃত মোসাঃ শাফিয়া বেগমকে গত ০৩/০৪/২০২৩ইং তারিখ দিবাগত রাত ০৯:৩০ ঘটিকা হইতে ০৫/০৪/২০২৩ইং তারিখ দুপুর অনুমান ০২:৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় খুন করিয়া লাশ গোপন করার উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে রাখে এবং স্বর্নের জিনিস নিয়া যায়। উক্ত বিষয়ে বরগুনা জেলার তালতলী থানায় একটি মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং-৫, তারিখ-০৬/০৪/২০২৩ইং , ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড। র্যাব-৮, সিপিসি-১ বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে কার্যক্রম আরম্ভ করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। র্যাব-৮, সিপিসি-১ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বর্ণিত মামলার ০৩ নং আসামী মোঃ সিদ্দিক হাওলাদার(৫০), আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে রাজধানীর সাভার এর কাঠগড়া বাজার এলাকায় অবস্থান করছে।
স্থানীয় র্যাব-০৪, সিপিসি-২, সাভার উক্ত সংবাদের ভিত্তিতে রাজধানীর সাভার এর কাঠগড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গত ০৭/০৪/২০২৩ইং তারিখ ১৯০০ ঘটিকার সময় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ সিদ্দিক হাওলাদার(৫০) ঘটনার সাথে নিজের সরাসরি সং¯িøষ্টতার বিষয়টি র্যাবের কাছে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য (মামলা নং-৫, তারিখ-০৬/০৪/২০২৩ইং , ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড) মূলে বরগুনা জেলার তালতলী থানায় হস্তান্তর করা হয়।