শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

‘অ্যাকশন থেকে আবারও রোমান্টিক হিরো’

#
news image

৩০ দিনের ব্যবধানে দর্শক আরেফিন শুভকে দেখতে পাবে সম্পূর্ণ দুটি ভিন্ন মেরুর চরিত্রে। এ অভিনেতার বছরটা শুরু এক্সট্রিম অ্যাকশনে। ‘ব্ল্যাক ওয়ার’সিনেমার সেই সিক্স প্যাক আরিফিন শুভতে এখনও মুগ্ধ রয়েছে দর্শক।

১৩ জানুয়ারি মুক্তি পাওয়া সে সিনেমাটি এখনও চলছে সিনেমা হলে। সেটার রেশ না কাটতেই এক্সট্রিম অ্যাকশন হিরো থেকে এক্সট্রিম রোমান্টিক হিরো বনে গেছেন ঢাকাই সিনেমার এ হ্যান্ডসাম হাঙ্ক। ভালোবাসা দিবস উপলক্ষে আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভর রোমান্টিক ওয়েব ফিল্ম ‘উনিশ২০’।

ফিল্মটির অপু চরিত্রের মাধ্যমে দীর্ঘ বিরতির পর রোমান্টিক শুভর দেখা পাবে দর্শক। ট্রেইলার প্রকাশের পর এরইমধ্যে শুভর রোমান্স নেটিজেনদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হচ্ছে। ৩০ দিনের ব্যবধানের অ্যাকশন থেকে রোমান্টিক হিরো বনে যাওয়া প্রসঙ্গে আরিফিন শুভ বলছেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে আমি দর্শকদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি। সেই চেষ্টা এখনো চলছে; নাবিদ আল শাহরিয়ার থেকে অপু সেটাই প্রমাণ করে।

মাত্র এক মাসের ব্যবধানে দর্শক আমাকে দুটি ভিন্ন রূপে দেখবে।’ ‘উনিশ২০’ প্রসঙ্গে আরিফিন শুভ জানান, ‘সিনেমাটি মন ভালো করার গল্প। অনেকদিন ধরে দর্শক চাইছিলেন আমি রোমান্টিক সিনেমা করি, সেকারণে ভালোবাসা দিবসে দর্শকদের মন ভালো করতে আসছি। এরইমধ্যে সিনেমাটির ট্রেইলার মুক্তি পেয়েছে যা এরইমধ্যে দর্শক প্রিয়তা পেয়েছে।’

পরিচালক মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘উনিশ২০’ সিনেমায় আরিফিন শুভর নায়িকা আফসান আরা বিন্দু। মিডিয়ায় দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন তিনি। ১৩ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি, যা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখতে পারবে দর্শক। 

 

 

নাগরিক বিনোদন ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  8:17 PM

news image

৩০ দিনের ব্যবধানে দর্শক আরেফিন শুভকে দেখতে পাবে সম্পূর্ণ দুটি ভিন্ন মেরুর চরিত্রে। এ অভিনেতার বছরটা শুরু এক্সট্রিম অ্যাকশনে। ‘ব্ল্যাক ওয়ার’সিনেমার সেই সিক্স প্যাক আরিফিন শুভতে এখনও মুগ্ধ রয়েছে দর্শক।

১৩ জানুয়ারি মুক্তি পাওয়া সে সিনেমাটি এখনও চলছে সিনেমা হলে। সেটার রেশ না কাটতেই এক্সট্রিম অ্যাকশন হিরো থেকে এক্সট্রিম রোমান্টিক হিরো বনে গেছেন ঢাকাই সিনেমার এ হ্যান্ডসাম হাঙ্ক। ভালোবাসা দিবস উপলক্ষে আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভর রোমান্টিক ওয়েব ফিল্ম ‘উনিশ২০’।

ফিল্মটির অপু চরিত্রের মাধ্যমে দীর্ঘ বিরতির পর রোমান্টিক শুভর দেখা পাবে দর্শক। ট্রেইলার প্রকাশের পর এরইমধ্যে শুভর রোমান্স নেটিজেনদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হচ্ছে। ৩০ দিনের ব্যবধানের অ্যাকশন থেকে রোমান্টিক হিরো বনে যাওয়া প্রসঙ্গে আরিফিন শুভ বলছেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে আমি দর্শকদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি। সেই চেষ্টা এখনো চলছে; নাবিদ আল শাহরিয়ার থেকে অপু সেটাই প্রমাণ করে।

মাত্র এক মাসের ব্যবধানে দর্শক আমাকে দুটি ভিন্ন রূপে দেখবে।’ ‘উনিশ২০’ প্রসঙ্গে আরিফিন শুভ জানান, ‘সিনেমাটি মন ভালো করার গল্প। অনেকদিন ধরে দর্শক চাইছিলেন আমি রোমান্টিক সিনেমা করি, সেকারণে ভালোবাসা দিবসে দর্শকদের মন ভালো করতে আসছি। এরইমধ্যে সিনেমাটির ট্রেইলার মুক্তি পেয়েছে যা এরইমধ্যে দর্শক প্রিয়তা পেয়েছে।’

পরিচালক মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘উনিশ২০’ সিনেমায় আরিফিন শুভর নায়িকা আফসান আরা বিন্দু। মিডিয়ায় দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন তিনি। ১৩ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি, যা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখতে পারবে দর্শক।