শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

অর্থহীনের ফেরা...

#
news image

দীর্ঘ চার বছর পর নতুন গান প্রকাশ করল ব্যান্ড অর্থহীন। শিরোনাম 'আমার এ গান'। এর কথা লেখার পাশাপাশি সুর করেছেন ব্যান্ডের কণ্ঠশিল্পী ও বেইজ গিটারিস্ট সুমন। গতকাল রাতে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। এ আয়োজন নিয়ে সুমন বলেন, ''গত বছরের শেষে ভক্তদের কথা দিয়েছিলাম, শিগগিরই অর্থহীনের অষ্টম অ্যালবাম প্রকাশ করব। সে কথা রাখতেই 'আমার এ গান' প্রকাশ করা। ব্যান্ডের অষ্টম অ্যালবাম 'ফিনিক্সের ডায়েরি-১'-এর গান এটি। কথা-সুর-সংগীতায়োজন সবকিছু মিলিয়ে এই গানে শ্রোতা অর্থহীনকে আরও নতুনভাবে আবিষ্কার করবেন বলেই আমাদের বিশ্বাস।''  বেইজবাবাখ্যাত শিল্পী সুমন আরও জানান, এরইমধ্যে অ্যালবামের অর্ধেকেরও বেশি কাজ শেষ হয়েছে। বাকি কাজটুকু শেষ করতেও খুব একটা সময় লাগবে না। এরপর সব গান মিলিয়ে পূর্ণাঙ্গ অ্যালবামটি প্রকাশ করা হবে শ্রোতাদের জন্য। দীর্ঘদিনের অসুস্থতার কারণে সুমনের গত চার বছর নতুন কোনো গান প্রকাশ করেনি অর্থহীন। এ বছর সুমনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায়, নতুন উদ্যোগে অ্যালবামের কাজ শুরু করেন ব্যান্ড সদস্যরা। পাশাপাশি অংশ নিতে থাকেন বিভিন্ন কনসার্টে। সর্বশেষ চলতি মাসে 'নভেম্বর রেইন' কনসার্টে অংশ নিয়ে শ্রোতাদের মাঝে নতুন করে সাড়া ফেলেছে ব্যান্ডটি। 

প্রভাতী খবর ডেস্ক

১৭ নভেম্বর, ২০২২,  12:27 AM

news image

দীর্ঘ চার বছর পর নতুন গান প্রকাশ করল ব্যান্ড অর্থহীন। শিরোনাম 'আমার এ গান'। এর কথা লেখার পাশাপাশি সুর করেছেন ব্যান্ডের কণ্ঠশিল্পী ও বেইজ গিটারিস্ট সুমন। গতকাল রাতে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। এ আয়োজন নিয়ে সুমন বলেন, ''গত বছরের শেষে ভক্তদের কথা দিয়েছিলাম, শিগগিরই অর্থহীনের অষ্টম অ্যালবাম প্রকাশ করব। সে কথা রাখতেই 'আমার এ গান' প্রকাশ করা। ব্যান্ডের অষ্টম অ্যালবাম 'ফিনিক্সের ডায়েরি-১'-এর গান এটি। কথা-সুর-সংগীতায়োজন সবকিছু মিলিয়ে এই গানে শ্রোতা অর্থহীনকে আরও নতুনভাবে আবিষ্কার করবেন বলেই আমাদের বিশ্বাস।''  বেইজবাবাখ্যাত শিল্পী সুমন আরও জানান, এরইমধ্যে অ্যালবামের অর্ধেকেরও বেশি কাজ শেষ হয়েছে। বাকি কাজটুকু শেষ করতেও খুব একটা সময় লাগবে না। এরপর সব গান মিলিয়ে পূর্ণাঙ্গ অ্যালবামটি প্রকাশ করা হবে শ্রোতাদের জন্য। দীর্ঘদিনের অসুস্থতার কারণে সুমনের গত চার বছর নতুন কোনো গান প্রকাশ করেনি অর্থহীন। এ বছর সুমনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায়, নতুন উদ্যোগে অ্যালবামের কাজ শুরু করেন ব্যান্ড সদস্যরা। পাশাপাশি অংশ নিতে থাকেন বিভিন্ন কনসার্টে। সর্বশেষ চলতি মাসে 'নভেম্বর রেইন' কনসার্টে অংশ নিয়ে শ্রোতাদের মাঝে নতুন করে সাড়া ফেলেছে ব্যান্ডটি।