শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

মুক্তির আগেই ফাঁস হাউজ অব দ্য ড্রাগনের শেষ পর্ব

#
news image

এইচবিও চ্যানেলের জনপ্রিয় সিরিজ গেম অব থ্রোনসের প্রিকুয়াল হাউজ অব দ্য ড্রাগনের প্রথম সিজনের শেষ পর্ব মুক্তির দুদিন আগেই ফাঁস হয়ে গেছে। এ ঘটনায় হতাশা প্রকাশ করেছে এইচবিও চ্যানেল কর্তৃপক্ষ। আগামীকাল (২৩ অক্টোবর) হাউজ অব দ্য ড্রাগনের প্রথম সিজনের শেষ পর্ব সম্প্রচার হওয়ার কথা। তবে গতকালই (২১ অক্টোবর) তা একটি টরেন্ট সাইটে ফাঁস হয়ে যায়। এইচবিওর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘হাউজ অব দ্য ড্রাগনের প্রথম সিজনের দশম পর্বটি বেআইনি টরেন্ট সাইটে আমরা দেখছি। সম্ভবত ইউরোপ, মধ্যপ্রাচ্য কিংবা আফ্রিকায় এইচবিওর কোনো পরিবেশক এটা ফাঁস করেছে। পুরো বিষয়টি নজরের মধ্যে রাখা হয়েছে এবং ফাঁস হওয়া পর্বটি যত দ্রুত সম্ভব ইন্টারনেট থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।’ এই ধরনের বেআইনি কাজে হতাশা প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এটা এই সিরিজের সৎ দর্শকদের জন্য বঞ্চনাকর। গেম অব থ্রোনস শেষ হওয়ার পর তিন বছর পর এ বছরের ২১ আগস্ট থেকে শুরু হয় হাউজ অব দ্য ড্রাগন। প্রতি রোববার একটি করে পর্ব প্রচারিত হয়ে আসছে।

প্রভাতী খবর ডেস্ক

২২ অক্টোবর, ২০২২,  11:09 PM

news image

এইচবিও চ্যানেলের জনপ্রিয় সিরিজ গেম অব থ্রোনসের প্রিকুয়াল হাউজ অব দ্য ড্রাগনের প্রথম সিজনের শেষ পর্ব মুক্তির দুদিন আগেই ফাঁস হয়ে গেছে। এ ঘটনায় হতাশা প্রকাশ করেছে এইচবিও চ্যানেল কর্তৃপক্ষ। আগামীকাল (২৩ অক্টোবর) হাউজ অব দ্য ড্রাগনের প্রথম সিজনের শেষ পর্ব সম্প্রচার হওয়ার কথা। তবে গতকালই (২১ অক্টোবর) তা একটি টরেন্ট সাইটে ফাঁস হয়ে যায়। এইচবিওর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘হাউজ অব দ্য ড্রাগনের প্রথম সিজনের দশম পর্বটি বেআইনি টরেন্ট সাইটে আমরা দেখছি। সম্ভবত ইউরোপ, মধ্যপ্রাচ্য কিংবা আফ্রিকায় এইচবিওর কোনো পরিবেশক এটা ফাঁস করেছে। পুরো বিষয়টি নজরের মধ্যে রাখা হয়েছে এবং ফাঁস হওয়া পর্বটি যত দ্রুত সম্ভব ইন্টারনেট থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।’ এই ধরনের বেআইনি কাজে হতাশা প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এটা এই সিরিজের সৎ দর্শকদের জন্য বঞ্চনাকর। গেম অব থ্রোনস শেষ হওয়ার পর তিন বছর পর এ বছরের ২১ আগস্ট থেকে শুরু হয় হাউজ অব দ্য ড্রাগন। প্রতি রোববার একটি করে পর্ব প্রচারিত হয়ে আসছে।