ঈদের দিন ‘হারিকেন হাতে’ গাইবেন মাহফুজুর রহমান
বিনোদন ডেস্ক:
২৫ এপ্রিল, ২০২২, 8:44 PM
ঈদের দিন ‘হারিকেন হাতে’ গাইবেন মাহফুজুর রহমান
এবার ঈদে মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘‘তুমি আমার প্রেয়সী’’ সম্প্রচারিত হবে দেশে একটি বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার পর্দায়। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি মোট ১০টি গান নিয়ে সাজানো হয়েছে।
২০১৬ সালের ঈদ-উল-আযহা থেকে শুরু। সেবারই প্রথম “গায়ক” হিসেবে আত্মপ্রকাশ ঘটে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রথমবারই গান গেয়ে হইচই ফেলে দেন তিনি। তার গান নিয়ে চলতে থাকে আলোচনা-সমালোচনা। তবে মাহফুজুর রহমান দমে যাননি।
এরপর থেকে প্রতি বছর ঈদ এলেই এটিএন বাংলার পর্দায় দেখা যায় ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠান। প্রতিবারই তার একক গানের অনুষ্ঠান অন্যসব অনুষ্ঠানকে টেক্কর দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। আসন্ন ঈদেও একক গানের অনুষ্ঠান নিয়ে আসছেন তিনি। এবারের তার একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘‘তুমি আমার প্রেয়সী’’।
মেইলবার্তায় জানানো হয়, ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। যাতে রয়েছে মোট ১০টি গান। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।
প্র.খ/বিপ্লব
বিনোদন ডেস্ক:
২৫ এপ্রিল, ২০২২, 8:44 PM
এবার ঈদে মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘‘তুমি আমার প্রেয়সী’’ সম্প্রচারিত হবে দেশে একটি বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার পর্দায়। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি মোট ১০টি গান নিয়ে সাজানো হয়েছে।
২০১৬ সালের ঈদ-উল-আযহা থেকে শুরু। সেবারই প্রথম “গায়ক” হিসেবে আত্মপ্রকাশ ঘটে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রথমবারই গান গেয়ে হইচই ফেলে দেন তিনি। তার গান নিয়ে চলতে থাকে আলোচনা-সমালোচনা। তবে মাহফুজুর রহমান দমে যাননি।
এরপর থেকে প্রতি বছর ঈদ এলেই এটিএন বাংলার পর্দায় দেখা যায় ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠান। প্রতিবারই তার একক গানের অনুষ্ঠান অন্যসব অনুষ্ঠানকে টেক্কর দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। আসন্ন ঈদেও একক গানের অনুষ্ঠান নিয়ে আসছেন তিনি। এবারের তার একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘‘তুমি আমার প্রেয়সী’’।
মেইলবার্তায় জানানো হয়, ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। যাতে রয়েছে মোট ১০টি গান। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।
প্র.খ/বিপ্লব