শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

অন্তসত্তা নারীদের জন্য আলিয়ার বিশেষ পোশাক

#
news image

অন্তসত্তা অবস্থায় নিজের সম্মুখীন হওয়া সমস্যাগুলো থেকে শিক্ষা নিয়েই নতুন একটি ম্য়াটার্নিটি ওয়্যার লাইন চালু করতে চলেছেন আলিয়া ভাট। নতুন এই ওয়্যার লাইনে পাওয়া যাবে অন্তসত্তা মহিলাদের জন্য উপযুক্ত পোশাক। চলতি বছর ফেব্রুয়ারিতে রনবীর কাপুরের সঙ্গে বিয়ের গাঁটছড়া বাঁধেন স্টুডেন্ট অব দ্য ইয়ারখ্যাত তারকা। বিয়ের তিন মাস না যেতেই মা হতে যাওয়ার ঘোষনা দেন আলিয়া। অন্তসত্তাঅবস্থাতেই চুটিয়ে কাজও করেছেন আলিয়া। কিন্তু সমস্যাটা হয়েছে সেখানেই। কাজ করতে দারুণ উপভোগ করলেও আলিয়াকে সমস্যায় পড়তে হয়েছে পোশাক নিয়ে।অন্তসত্তা অবস্থায় পরিবর্তন হয়েছে শরীরের আকার। সেই বর্ধিত শরীরের জন্য প্রয়োজন হয়েছে বড় সাইজের পোশাকের। পোশাক নিয়ে এমন সমস্যার সম্মুখীন হয়েই নতুন এই ম্য়াটার্নিটি ওয়্যার লাইন চালুর পরিকল্পনা করেছেন আলিয়া।  নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নতুন এই ম্যাটার্নিটি ওয়্যার লাইন চালুর ঘোষণা দিয়ে আলিয়া বইলেন, 'দুই বছর আগে আমি বাচ্চাদের জন্য পোশাক লঞ্চ করেছিলাম। সবাই সে সময় আমাকে জিজ্ঞেস করেছিল, বাচ্চাদের পোশাক কেন লঞ্চ করলাম আমি। আমার তো বাচ্চাই নেই। কিন্তু এখন আমি আমার নিজস্ব ম্যাটার্নিটি ওয়্যার লঞ্চ করতে চলেছি। এবার নিশ্চয়ই কেউ আমাকে কারণ জিজ্ঞেস করবেন না।' তিনি আরো বলেন, 'আমি এর আগে ম্যাটার্নিটি পোশাক লঞ্চ করিনি। কিন্তু পরবর্তীতে আমি সে ধরনের পোশাক পরে অভিভূত হয়েছি। আপনি বুঝতেই পারবেন না, এই যাত্রায় অন্তসত্তা পরবর্তীতে আপনাকে কীরকম দেখতে হবে। কিন্তু সত্যি বলতে কী, এই সময় সঠিক পোশাক না পাওয়াতা বড় একটা সমস্যার বিষয়। আমার মনেও প্রশ্ন জেগেছে, তা হলে কি বড় আকারের পোশাক কিনে পরতে হবে আমাকে? আমাকে কি রণবীরের আলমারিতে উঁকিও দিতে হবে? সেজন্যই এমন ম্যাটার্নিটি ওয়্যার লঞ্চ করার পরিকল্পনা। মনে হল, শরীরের আকার বলদাচ্ছে বলে কি স্টাইলও বদলাবে? তা হতে পারে না, তাই না?'

প্রভাতী খবর ডেস্ক

০১ অক্টোবর, ২০২২,  11:35 PM

news image

অন্তসত্তা অবস্থায় নিজের সম্মুখীন হওয়া সমস্যাগুলো থেকে শিক্ষা নিয়েই নতুন একটি ম্য়াটার্নিটি ওয়্যার লাইন চালু করতে চলেছেন আলিয়া ভাট। নতুন এই ওয়্যার লাইনে পাওয়া যাবে অন্তসত্তা মহিলাদের জন্য উপযুক্ত পোশাক। চলতি বছর ফেব্রুয়ারিতে রনবীর কাপুরের সঙ্গে বিয়ের গাঁটছড়া বাঁধেন স্টুডেন্ট অব দ্য ইয়ারখ্যাত তারকা। বিয়ের তিন মাস না যেতেই মা হতে যাওয়ার ঘোষনা দেন আলিয়া। অন্তসত্তাঅবস্থাতেই চুটিয়ে কাজও করেছেন আলিয়া। কিন্তু সমস্যাটা হয়েছে সেখানেই। কাজ করতে দারুণ উপভোগ করলেও আলিয়াকে সমস্যায় পড়তে হয়েছে পোশাক নিয়ে।অন্তসত্তা অবস্থায় পরিবর্তন হয়েছে শরীরের আকার। সেই বর্ধিত শরীরের জন্য প্রয়োজন হয়েছে বড় সাইজের পোশাকের। পোশাক নিয়ে এমন সমস্যার সম্মুখীন হয়েই নতুন এই ম্য়াটার্নিটি ওয়্যার লাইন চালুর পরিকল্পনা করেছেন আলিয়া।  নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নতুন এই ম্যাটার্নিটি ওয়্যার লাইন চালুর ঘোষণা দিয়ে আলিয়া বইলেন, 'দুই বছর আগে আমি বাচ্চাদের জন্য পোশাক লঞ্চ করেছিলাম। সবাই সে সময় আমাকে জিজ্ঞেস করেছিল, বাচ্চাদের পোশাক কেন লঞ্চ করলাম আমি। আমার তো বাচ্চাই নেই। কিন্তু এখন আমি আমার নিজস্ব ম্যাটার্নিটি ওয়্যার লঞ্চ করতে চলেছি। এবার নিশ্চয়ই কেউ আমাকে কারণ জিজ্ঞেস করবেন না।' তিনি আরো বলেন, 'আমি এর আগে ম্যাটার্নিটি পোশাক লঞ্চ করিনি। কিন্তু পরবর্তীতে আমি সে ধরনের পোশাক পরে অভিভূত হয়েছি। আপনি বুঝতেই পারবেন না, এই যাত্রায় অন্তসত্তা পরবর্তীতে আপনাকে কীরকম দেখতে হবে। কিন্তু সত্যি বলতে কী, এই সময় সঠিক পোশাক না পাওয়াতা বড় একটা সমস্যার বিষয়। আমার মনেও প্রশ্ন জেগেছে, তা হলে কি বড় আকারের পোশাক কিনে পরতে হবে আমাকে? আমাকে কি রণবীরের আলমারিতে উঁকিও দিতে হবে? সেজন্যই এমন ম্যাটার্নিটি ওয়্যার লঞ্চ করার পরিকল্পনা। মনে হল, শরীরের আকার বলদাচ্ছে বলে কি স্টাইলও বদলাবে? তা হতে পারে না, তাই না?'