শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

বিজ্ঞাপন নির্মাতা সিদ্দিকর, মডেল ইমন-তানহা

#
news image

অভিনয়ের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করে থাকেন সিদ্দিকুর রহমান। এবার নতুন একটি বিজ্ঞাপন নির্মাণ করলেন তিনি। এতে মডেল হয়েছেন।ইমন-তানহা তাসনিয়া। খুব শিগগির নয়া পল্টন চায়না টাউন শপিং সেন্টারের নতুন এই বিজ্ঞাপন বিভিন্ন টিভিতে প্রচার শুরু হবে। ইমন-তানহা তাসনিয়া ছাড়াও অনামিকা ঐশী, আরিয়ানা জামান, সিয়ামসহ অনেকে কাজ করেছেন। বিজ্ঞাপন প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, ‘অভিনয়ের মতো পরিচালনার কাজটি দারুণ উপভোগ করি।  এবারের বিজ্ঞাপনটি খুব অল্প সময়েই বড় পরিসরে নির্মাণ করেছি। বিশ্বাস করি, এটি প্রচারে আসার পর দর্শকের মাঝে ভালো সাড়া ফেরবে।’

সিদ্দিক অভিনীত বেশ কিছু নাটক ঈদুল ফিতরে প্রচার হবে। এরমধ্যে একটি হচ্ছে ‘খোদা হাফেজ ঢাকা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তানিন তানহা। অভিনয়ের পাশাপাশি নাটকটি  পরিচালনাও করেছেন সিদ্দিক। তার অন্যান্য নাটকগুলো হলোÑ ‘বউয়ের বয়ফ্রেন্ড’, ‘চোরের প্রেম’, ‘এঙ্গেজমেন্ট’, ‘চলো পালাই’ প্রভৃতি।

প্রখ/ সাদ্দাম

প্রভাতী বিনোদন ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২,  5:56 AM

news image

অভিনয়ের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করে থাকেন সিদ্দিকুর রহমান। এবার নতুন একটি বিজ্ঞাপন নির্মাণ করলেন তিনি। এতে মডেল হয়েছেন।ইমন-তানহা তাসনিয়া। খুব শিগগির নয়া পল্টন চায়না টাউন শপিং সেন্টারের নতুন এই বিজ্ঞাপন বিভিন্ন টিভিতে প্রচার শুরু হবে। ইমন-তানহা তাসনিয়া ছাড়াও অনামিকা ঐশী, আরিয়ানা জামান, সিয়ামসহ অনেকে কাজ করেছেন। বিজ্ঞাপন প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, ‘অভিনয়ের মতো পরিচালনার কাজটি দারুণ উপভোগ করি।  এবারের বিজ্ঞাপনটি খুব অল্প সময়েই বড় পরিসরে নির্মাণ করেছি। বিশ্বাস করি, এটি প্রচারে আসার পর দর্শকের মাঝে ভালো সাড়া ফেরবে।’

সিদ্দিক অভিনীত বেশ কিছু নাটক ঈদুল ফিতরে প্রচার হবে। এরমধ্যে একটি হচ্ছে ‘খোদা হাফেজ ঢাকা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তানিন তানহা। অভিনয়ের পাশাপাশি নাটকটি  পরিচালনাও করেছেন সিদ্দিক। তার অন্যান্য নাটকগুলো হলোÑ ‘বউয়ের বয়ফ্রেন্ড’, ‘চোরের প্রেম’, ‘এঙ্গেজমেন্ট’, ‘চলো পালাই’ প্রভৃতি।

প্রখ/ সাদ্দাম