যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ

জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ জুলাই, ২০২৫, 8:04 PM
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মধ্যে ৫৬ জনের সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছে সরকার। এদের মধ্যে ৪৫ জনকে ৫৬৯ ধারায় মুক্তি দেয়া হচ্ছে। এছাড়াও ১০ জনকে পূর্বেই কারাগার হতে মুক্তি এবং একজন বন্দি আগেই মৃত্যুবরণ করেছেন বলে জানানো হয়েছে। বুধবার (২ জুলাই) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) জান্নাত-উল ফরহাদ পাঠানো বন্দিপ্রাপ্তদের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
বন্দিপ্রাপ্তদের পরিসংখ্যানে জানানো হয়, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ১ জন, কাশিমপুর কারাগার-২ থেকে ৪ জন, কাশিমপুর কারাগার-১ থেকে ১ জন (পূর্বের সাজা শেষে মুক্তি), সিলেট কারাগার থেকে ৪ জন (১ জন পূর্বে মুক্তি), সুনামগঞ্জ কারাগার থেকে ১ জন, ময়মনসিংহ কারাগার থেকে ৪ জন, কুমিল্লা কারাগার থেকে ৩ জন, ব্রাক্ষণবাড়িয়া কারাগার থেকে ১ জন, ফরিদপুর কারাগার থেকে ১ জন, জয়পুরহাট কারাগার থেকে ২ জন, চুয়াডাঙ্গা কারাগার থেকে ১ জন (পূর্বেই মুক্তি), মুন্সিগঞ্জ কারাগার থেকে ১ জন, ঢাকা কারাগার থেকে ১ জন, নারায়ণগঞ্জ কারাগার থেকে ১ জন (পূর্বেই মুক্তি), চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে ১ জন, রংপুর কারাগার থেকে ১ জন, কুড়িগ্রাম কারাগার থেকে ১ জন, রাজশাহী থেকে ৭ জন (৪ জন পূর্বেই মুক্তি), চট্টগ্রাম কারাগার থেকে ২ জন (১ জন পূর্বেই মুক্তি), কক্সবাজার কারাগার থেকে ১ জন, কাশিমপুর মহিলা কারাগার থেকে ৩ জন, নরসিংদী কারাগার থেকে ১ জন, সিরাজগঞ্জ কারাগার থেকে ১ জন (১ জন পূর্বেই মুক্তি), খুলনা কারাগার থেকে ১ জন (১ জন মৃত্যুবরণ করেছে), নওগাঁ কারাগার থেকে ১ জন, হবিগঞ্জ কারাগার থেকে ১জন, সিলেট কারাগার-২ থেকে ১ জন।
সেখানে আরও বলা হয়, মোট ৬৫ জনের মুক্তির আদেশ পাওয়া যায়। এর মধ্যে ৪৫ জনকে ৫৬৯ ধারায় মুক্তি দেওয়া হয়েছে। ১০ জন পূর্বেই কারাগার থেকে মুক্তি লাভ করে এবং ১ জন বন্দি খুলনা কারাগারে মৃত্যুবরণ করে। এর আগে মঙ্গলবার কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মধ্যে ৫৬ জনের সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়। এই ৫৬ জন দীর্ঘ ২০ বছর ধরে বন্দি রয়েছেন জানিয়ে যাবজ্জীবনের অবশিষ্ট সাজা মওকুফ করে সরকার।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি যাদের সাজা রেয়াতসহ ২০ বছর শেষ হয়েছে তাদের মধ্যে ৫৬ জন বন্দিকে সদাশয় সরকার কারা বিধি ৫৬৯ মোতাবেক ফৌজদারি কার্যবিধি ৪০১(১) এর প্রদত্ত ক্ষমতাবলে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে।
জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ জুলাই, ২০২৫, 8:04 PM
কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মধ্যে ৫৬ জনের সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছে সরকার। এদের মধ্যে ৪৫ জনকে ৫৬৯ ধারায় মুক্তি দেয়া হচ্ছে। এছাড়াও ১০ জনকে পূর্বেই কারাগার হতে মুক্তি এবং একজন বন্দি আগেই মৃত্যুবরণ করেছেন বলে জানানো হয়েছে। বুধবার (২ জুলাই) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) জান্নাত-উল ফরহাদ পাঠানো বন্দিপ্রাপ্তদের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
বন্দিপ্রাপ্তদের পরিসংখ্যানে জানানো হয়, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ১ জন, কাশিমপুর কারাগার-২ থেকে ৪ জন, কাশিমপুর কারাগার-১ থেকে ১ জন (পূর্বের সাজা শেষে মুক্তি), সিলেট কারাগার থেকে ৪ জন (১ জন পূর্বে মুক্তি), সুনামগঞ্জ কারাগার থেকে ১ জন, ময়মনসিংহ কারাগার থেকে ৪ জন, কুমিল্লা কারাগার থেকে ৩ জন, ব্রাক্ষণবাড়িয়া কারাগার থেকে ১ জন, ফরিদপুর কারাগার থেকে ১ জন, জয়পুরহাট কারাগার থেকে ২ জন, চুয়াডাঙ্গা কারাগার থেকে ১ জন (পূর্বেই মুক্তি), মুন্সিগঞ্জ কারাগার থেকে ১ জন, ঢাকা কারাগার থেকে ১ জন, নারায়ণগঞ্জ কারাগার থেকে ১ জন (পূর্বেই মুক্তি), চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে ১ জন, রংপুর কারাগার থেকে ১ জন, কুড়িগ্রাম কারাগার থেকে ১ জন, রাজশাহী থেকে ৭ জন (৪ জন পূর্বেই মুক্তি), চট্টগ্রাম কারাগার থেকে ২ জন (১ জন পূর্বেই মুক্তি), কক্সবাজার কারাগার থেকে ১ জন, কাশিমপুর মহিলা কারাগার থেকে ৩ জন, নরসিংদী কারাগার থেকে ১ জন, সিরাজগঞ্জ কারাগার থেকে ১ জন (১ জন পূর্বেই মুক্তি), খুলনা কারাগার থেকে ১ জন (১ জন মৃত্যুবরণ করেছে), নওগাঁ কারাগার থেকে ১ জন, হবিগঞ্জ কারাগার থেকে ১জন, সিলেট কারাগার-২ থেকে ১ জন।
সেখানে আরও বলা হয়, মোট ৬৫ জনের মুক্তির আদেশ পাওয়া যায়। এর মধ্যে ৪৫ জনকে ৫৬৯ ধারায় মুক্তি দেওয়া হয়েছে। ১০ জন পূর্বেই কারাগার থেকে মুক্তি লাভ করে এবং ১ জন বন্দি খুলনা কারাগারে মৃত্যুবরণ করে। এর আগে মঙ্গলবার কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মধ্যে ৫৬ জনের সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়। এই ৫৬ জন দীর্ঘ ২০ বছর ধরে বন্দি রয়েছেন জানিয়ে যাবজ্জীবনের অবশিষ্ট সাজা মওকুফ করে সরকার।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি যাদের সাজা রেয়াতসহ ২০ বছর শেষ হয়েছে তাদের মধ্যে ৫৬ জন বন্দিকে সদাশয় সরকার কারা বিধি ৫৬৯ মোতাবেক ফৌজদারি কার্যবিধি ৪০১(১) এর প্রদত্ত ক্ষমতাবলে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে।