শিরোনামঃ
 কোচ হ্যান্সি ফ্লিক দুই ম্যাচ নিষিদ্ধ, আপিল করবে বার্সেলোনা বীর মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়ছেন ২ হাজার ১১১ জন বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের  একযোগে ১২ জেলার এসপিকে বদলি মালিবুর দাবানলে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়েছে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতির আমন্ত্রণ আড়াই মাসে সংখ্যালঘুদের ওপর হামলায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০ ‘পুষ্পা ২’ দেখে জিতের মন্তব্য, জবাব দিলেন আল্লু অর্জুন  আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে: সংস্কার কমিশন

মালিবুর দাবানলে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়েছে

#
news image

মঙ্গলবার আমেরিকার মালিবুর দাবানল সেখানকার হাজার হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করেছে। 

হলিউডের কাছাকাছি মালিবু হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা জায়গা যেখানে হলিউড সেলিব্রেটি লেডি গাগা, লিওনার্দো দি ক্যাপরিও, জেনিফার আনিস্টন এবং গায়িকা শের-র বাড়ি আছে। ইতিমধ্যে সেখানকার সাতটি বাড়ি আগুনে পুড়ে গেছে।  

মালিবু দাবানল হলিউড সেলিব্রেটিদের মাল্টি-মিলিয়ন ডলার মুল্যের সম্পত্তিকে হুমকির মুখে ফেলেছে। যে দাবানলের সূত্রপাত সোমবার। যেখানে দমকল বাহিনীর কর্মীরা চারপাশের খাড়া গিরিখাতে পা রাখতে পারছে না। আগুনের লেলিহান শিখার কারণে।  

মালিবুর অধিবাসী অ্যালেস জালাস তার অভিজ্ঞতার বর্ণনা দিয়েছে এইভাবে: তখন রাত ১১টা। আমরা মানুষের চিৎকার শুনতে পাচ্ছি। আমি বাইরে যাই, আকাশ উজ্জ্ব লাল। পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আগুন পাহাড়ের পাদদেশে চলে আসল। তারপর এক ঘণ্টার মধ্যে আমরা সম্পূর্ণ ধোঁয়াবেষ্টিত হয়ে পড়ি। একদিকে বাড়িঘর পুড়ছে, আরেকদিকে উঁচু পর্বতমালা। 

আইন প্রয়োগকারী সংস্থার অফিসারেরা হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বলেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ২০০০০ মানুষকে বাড়িঘর থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লস এঞ্জেলস কাউন্টি শেরিফের ক্যাপ্টেন জেনিফার সিটো।

মালিবুর মেয়র ডগ স্টুয়ার্ট বলেছেন, আগুনটা ভীতিকর। কিন্ত মালিবু এবং এর অধিবাসীরা পরাজয় মানবে না। বিমানের সহযোগিতায় দমকল বাহিনীর ১৫০০ সদস্য মালিবুর আগুন নেভাতে কাজ করছে। 

নাগরিক নিউজ ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২৪,  11:02 PM

news image

মঙ্গলবার আমেরিকার মালিবুর দাবানল সেখানকার হাজার হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করেছে। 

হলিউডের কাছাকাছি মালিবু হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা জায়গা যেখানে হলিউড সেলিব্রেটি লেডি গাগা, লিওনার্দো দি ক্যাপরিও, জেনিফার আনিস্টন এবং গায়িকা শের-র বাড়ি আছে। ইতিমধ্যে সেখানকার সাতটি বাড়ি আগুনে পুড়ে গেছে।  

মালিবু দাবানল হলিউড সেলিব্রেটিদের মাল্টি-মিলিয়ন ডলার মুল্যের সম্পত্তিকে হুমকির মুখে ফেলেছে। যে দাবানলের সূত্রপাত সোমবার। যেখানে দমকল বাহিনীর কর্মীরা চারপাশের খাড়া গিরিখাতে পা রাখতে পারছে না। আগুনের লেলিহান শিখার কারণে।  

মালিবুর অধিবাসী অ্যালেস জালাস তার অভিজ্ঞতার বর্ণনা দিয়েছে এইভাবে: তখন রাত ১১টা। আমরা মানুষের চিৎকার শুনতে পাচ্ছি। আমি বাইরে যাই, আকাশ উজ্জ্ব লাল। পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আগুন পাহাড়ের পাদদেশে চলে আসল। তারপর এক ঘণ্টার মধ্যে আমরা সম্পূর্ণ ধোঁয়াবেষ্টিত হয়ে পড়ি। একদিকে বাড়িঘর পুড়ছে, আরেকদিকে উঁচু পর্বতমালা। 

আইন প্রয়োগকারী সংস্থার অফিসারেরা হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বলেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ২০০০০ মানুষকে বাড়িঘর থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লস এঞ্জেলস কাউন্টি শেরিফের ক্যাপ্টেন জেনিফার সিটো।

মালিবুর মেয়র ডগ স্টুয়ার্ট বলেছেন, আগুনটা ভীতিকর। কিন্ত মালিবু এবং এর অধিবাসীরা পরাজয় মানবে না। বিমানের সহযোগিতায় দমকল বাহিনীর ১৫০০ সদস্য মালিবুর আগুন নেভাতে কাজ করছে।